ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিডিপির দুই-তিন শতাংশ খেয়ে ফেলেছে দুর্নীতি ॥ দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ০৮:১৭, ৭ নভেম্বর ২০১৬

জিডিপির দুই-তিন শতাংশ খেয়ে ফেলেছে দুর্নীতি ॥ দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি নামের ভাইরাস দমনে আমরা এ্যান্টিভাইরাস চাই। এ কারণে বিশ্বের অন্যান্য দেশের উত্তম চর্চাগুলো আমাদের দেশে ছড়িয়ে দিতে চাই। সেজন্য আমাদের তরুণ প্রজন্মের ভেতরে হারিয়ে যাওয়া মূল্যবোধকে প্রোথিত করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কেবল দুর্নীতিই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) প্রায় দুই থেকে তিন শতাংশ খেয়ে ফেলছে। রবিবার দুদকের প্রধান কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। সভায় দুদকের মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন, ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর বেরেসফোর্ড, প্রোগ্রাম এ্যানালিস্ট মাহমুদা আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমাদের প্রায় সব দফতরেই কম-বেশি দুর্নীতি আছে। কিন্তু কমিশনে দুর্নীতি তদন্তকারী কর্মকর্তার সংখ্যা ৩০০ থেকে ৩৫০ জন। প্রায় ১৬ কোটি জনসংখ্যার দেশে এ জনবল দিয়ে দুর্নীতি প্রতিরোধ ও দমনের কাজ সত্যিই কঠিন। তাছাড়া তদন্ত কর্মকর্তাদের তদন্তের মান নিয়েও আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। ইউএনডিপির প্রতিনিধি দলের উদ্দেশে তিনি বলেন, সরাসরি আপনাদের কাছ থেকে আমাদের আর্থিক সাহায্যের তেমন প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন উপকরণ। এসব উপকরণ দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে ব্যবহার করতে চাই। এজন্য চাই প্রশিক্ষণ। সাইবার ক্রাইম দমন, সক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রয়োজনীয়তা নিরূপণ করা কমিশনের জন্য অত্যন্ত জরুরী। প্রশিক্ষণে আপনাদের কারিগরি সহযোগিতা কামনা করছি। ইকবাল মাহমুদ বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুশাসন নিশ্চিত করার কোন বিকল্প নেই। দুদক দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে।
×