ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইডিইবি ৪৬ বছরে পা রাখছে কাল, সপ্তাহব্যাপী কর্মসূচী

প্রকাশিত: ০৮:০৪, ৭ নভেম্বর ২০১৬

আইডিইবি ৪৬ বছরে পা রাখছে কাল, সপ্তাহব্যাপী কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ৮ নবেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ৪৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০১৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে আইডিইবি। কর্মসূচীর প্রথম দিন মঙ্গলবার সারাদেশে সমাবেশ, আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। কর্মসূচী ঘোষণা অনুষ্ঠানে ভবিষ্যত কর্মবাজারের চাহিদা বিবেচনায় দেশে মানবসম্পদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে আইডিইবি। রবিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচী ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় অনুষ্ঠানের মধ্যেÑ ১০ নবেম্বর মহিলা ও পরিবার কল্যাণ পরিষদের পারিবারিক সম্মিলন ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ১৩ নবেম্বর মূল প্রতিপাদ্য ‘স্কিল ফর ফিউচার ওয়ার্ল্ড অফ ওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। ১৪ নবেম্বর ‘দক্ষ বাংলাদেশ গড়তে রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব’ বিষয়ক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সপ্তাহব্যাপী চলমান অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করবেন।
×