ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নজরদারিতে আসছে সাইবার ক্যাফে

প্রকাশিত: ০৮:০৩, ৭ নভেম্বর ২০১৬

নজরদারিতে আসছে সাইবার ক্যাফে

স্টাফ রিপোর্টার ॥ এবার সাইবার ক্যাফেগুলোকে নজরদারিতে আনা হচ্ছে। প্রতিটি সাইবার ক্যাফেতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। সাইবার ক্যাফেগুলোতে বসে আপত্তিকর কনটেন্ট প্রচার বন্ধে এই উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার ঢাকা জিপিওতে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিটিআরসির সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া হবে সাইবার ক্যাফেগুলোকে নজরদারিতে আনার। আমরা দু’একদিনের মধ্যে বিটিআরসির সঙ্গে বসে এ সিদ্ধান্ত নেব। প্রাথমিকভাবে চিন্তা করা হচ্ছে, প্রতিটি সাইবার ক্যাফেতে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করব। কোন ‘আপত্তিকর কনটেন্ট’ প্রচার হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সাইবার ক্যাফের কম্পিউটারসহ যন্ত্রাংশ বাজেয়াফত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এমন নির্দেশ দেয়া হতে পারে।
×