ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোয়ারিঘাটে টিভি সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত: ০৮:০২, ৭ নভেম্বর ২০১৬

সোয়ারিঘাটে টিভি সাংবাদিকের ওপর হামলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সোয়ারিঘাটে বেসরকারী টেলিভিশন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপার্সন শাহিন আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে সোয়ারিঘাটে পলিথিন নিয়ে প্রতিবেদন করতে গেলে তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা চালায় তারা। হামলার শিকার যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান জানান, অফিস এসাইনমেন্ট নিয়ে তারা দুপুরে সোয়ারিঘাটে যান। দেবীদাস ঘাট এলাকায় অবৈধভাবে পলিথিন তৈরির একটি কারখানায় যান। সেখানে পলিব্যাগ তৈরির একটি ফ্যাক্টরির চিত্র ধারণ করছিলেন তারা। এ সময় কারখানার ভেতর থেকে জব্বার ও রহিম নামের দুইজন বের হয়ে এসে বলে, ছবি নেয়া যাবে না। পরে তিনি (শাকিল) ও শাহিন রাস্তার ওঠার পর আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে জব্বার ও রহিমসহ ১০/১২ জন দৌড়ে এসে তাদের ঘিরে ফেলে। এরপর তাদের ওপর হামলা চালায়। মাটিতে ফেলে তাকে (শাকিলকে) পেটায়। ক্যামেরা ও মাইক্রোফোন ভাংচুর করে। তিনি বলেন, আমি এ সময় দৌড়ে একটি মুদি দোকানে আশ্রয় নেই। জব্বার দোকানে গিয়ে আবার হামলা চালায়। কেরোসিনের টিন খুলে গায়ে ঢেলে দেয়। আগুন দেয়ার জন্য ম্যাচ খুঁজছিল সে। এ সময় রাস্তায় লোকজন এসে আমাকে উদ্ধার করে। পরে সন্ত্রাসীরা চলে যায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। শাকিল বাদী হয়ে মামলা করেছেন। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
×