ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মতবিনিময় সভা

নর্থ সাউথের শিক্ষার্থীরা বহির্বিশ্বেও নেতৃত্ব দিচ্ছে

প্রকাশিত: ০৮:০২, ৭ নভেম্বর ২০১৬

নর্থ সাউথের শিক্ষার্থীরা বহির্বিশ্বেও নেতৃত্ব দিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ ছাড়িয়ে বহির্বিশে^ও নেতৃত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের সনদ দিয়েই আমাদের কাজ শেষ নয়, উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের নেতৃত্ব তৈরিও আমাদের লক্ষ্য। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীই জাতিসংঘের সদর দফতরে প্রতিনিধিত্ব করে এসেছে। এটা আমাদের গর্ব। সকল প্রতিবন্ধকতাকে তোয়াক্কা করে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের আয়োজনে ‘উন্নত বাংলাদেশের জন্য আগামীর নেতৃত্ব’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন, যারা দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরত আছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেন, আমাদের সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েটের সংখ্যা ১৫ হাজারেরও বেশি। এর মধ্যে চার হাজারের মতো গ্র্যাজুয়েট বিদেশে নামীদামী প্রতিষ্ঠানে কাজ করছেন। বাকিরা দেশের সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর হিসেবে কাজ করবে এটায় আমাদের লক্ষ্য। জাতিসংঘের ওয়ার্ল্ড মেরিট সংস্থা থেকে সাফল্যসূচক সনদ পাওয়া নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিয়া আফরিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সমাজের সর্বত্রই নেতৃত্ব রয়েছে। কোন কোন ক্ষেত্রে নেতৃত্ব অদৃশ্য, কোথাও দৃশ্যমান। ঘরে মা নেতৃত্ব দেন, বিশ^বিদ্যালয়ে শিক্ষক। তরুণ নেতৃত্বকে উঠে আসার সুযোগ দিতে হবে। এই তরুণী বলেন, বাংলাদেশের হয়ে- নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হয়ে জতিসংঘের সদর দফতরে একমাত্র বাংলাদেশী হিসেবে প্রতিনিধিত্ব করেছি। বিশ^বিদ্যালয়ের পক্ষে বলা হয়েছে তুমি তোমার কাজ করে যাও, থামার প্রয়োজন নেই। তাদের দক্ষতা ও নেতৃত্বে আমার এই এগিয়ে চলা। আমাদের এই এগিয়ে চলা। নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী জারা জেবিন মাহবুব বলেন, এনএসইউ সব কিছু তৈরি করছে, এখানে প্রোগ্রামার থেকে শুরু করে বিজ্ঞানী পর্যন্ত তৈরি হচ্ছে। অনুষ্ঠানের শুরু সূচনা বক্তব্য রাখেন অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক মাহবুবুর রহমান। এর পর প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকে বর্তমান অবস্থান তুলে ধরতে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ট্রাস্টি সদস্য এম এ হাশেম বেনজির আহমেদ, এম এ কাশেম, রেহানা রহমান, ইয়াসমিন কামালসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
×