ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে এমপি, আজ আপীল বিভাগের আদেশ

প্রকাশিত: ০৮:০০, ৭ নভেম্বর ২০১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং  কমিটিতে এমপি, আজ আপীল বিভাগের আদেশ

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং গবর্নিং বডির বিধান অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি শেষ হয়েছে। আজ এ বিষয়ে আদেশ দেয়ার জন্য দিন ঠিক করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। জালিয়াতির মাধ্যমে ৭৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক খবির উদ্দিন মিঞার জামিন বাতিল করে দিয়েছে আপীল বিভাগ। রাজধানীর গাবতলীর গরুর হাটসংলগ্ন ইট, পাথর, বালুর আড়ত হিসেবে ব্যবহৃত তিন শ’ প্লটভুক্ত ৫২ দশমিক ৩৬ একর জমির ওপর জারি করা স্থিতাবস্থা প্রত্যাহার করে এ সংক্রান্ত রুল খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশনার পরও সিটিসেলের তরঙ্গ কেন খুলে দেয়া হয়নি, তা বিটিআরসির কাছে জানতে চেয়েছে আপীল বিভাগ। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং গবর্নিং বডির বিধান অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি শেষ হয়েছে। আজ এ বিষয়ে আদেশ দেয়ার জন্য দিন ঠিক করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদেস্যর আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
×