ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোড মেনে ভবন তৈরি করলে ক্ষতি কম হবে ॥ চউক চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:৪৬, ৭ নভেম্বর ২০১৬

কোড মেনে ভবন  তৈরি করলে ক্ষতি  কম হবে ॥ চউক  চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করলে ভূমিকম্পে ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে। শুধু এই নির্দেশনাটি মেনেই ক্ষতির পরিমাণ ৯০ ভাগ কমানো সম্ভব। রবিবার চট্টগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠানে একথা বলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম। ভূমিকম্প মোকাবিলায় দেশব্যাপী কর্মসূচীর আওতায় চট্টগ্রাম নগরীর মোহরা এলাকার সিডিএ গার্লস স্কুল এ্যান্ড কলেজে এই মহড়ার আয়োজন করা হয়। তেলের ড্রামে অগ্নিনির্বাপক যন্ত্র দ্বারা আগুন নেভানোর মধ্য দিয়ে মহড়া উদ্বোধন করা হয়। ছাত্রী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগে বিভিন্ন ইভেন্টে অভিনয়ের মাধ্যমে গ্রাম বাংলার স্বাভাবিক জীবন যাত্রার বাস্তব চিত্র প্রদর্শনের মাধ্যমে হঠাৎ ভূমিকল্পের অভিশাপ নেমে এলে সর্বসাধারণের নিরাপদ অবস্থানের দৃশ্যপট দর্শকের সামনে ফুটিয়ে তোলা হয়। নেতৃত্ব দেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা, ইন্সডেন্ট কমান্ডারের ভূমিকায় ছিলেন উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া। মহড়া শেষে এক আলোচনা সভা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোঃ ইয়াহিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চউক চেয়ারম্যান আবদুচ ছালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন সিডিএ গালর্স স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ মোঃ নুরুল আলম, কাউন্সিলর মোঃ আজম, কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, নারী কাউন্সিলর আনজুমান আরা, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
×