ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪৫, ৭ নভেম্বর ২০১৬

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশে সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে রবিবার বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ বাগেরহাট ॥ মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নে স্বামীকে বাঁচাতে গিয়ে ধর্ষকের দায়ের কোপে হিন্দু গৃহবধূর পা কর্তন, দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণ, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলাসহ সারাদেশব্যাপী হিন্দু নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনসহকারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্রজোট মোল্লাহাট শাখার উদ্যোগে দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডাঃ মনোরঞ্জন হালদারের সভাপতিত্বে বক্তব্য দেন, সুব্রত কুমার মিস্ত্রি, মনোরঞ্জন মালাকার, শান্তিরাম ম-ল প্রমুখ। ফরিদপুর ॥ জেলা শহরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর জেলা শাখা। রবিবার দুপুরে ফরিদপুর জজকোর্টের সামনে আধাঘণ্টার এ কর্মসূচী পালিত হয়। নেত্রকোনা ॥ জেলা উদীচী এবং শারদাঞ্জলী ফোরাম রবিবার জেলা শহরের তেরিবাজার মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন: সিতাংশু বিকাশ আচার্য, মোস্তাফিজুর রহমান খান, শ্যামলেন্দু পাল, দীপক কুমার সিংহ, স্বাগত সরকার শুভ, সাইফুল্লাহ এমরান, মাসুদুর রহমান ভুট্টো প্রমুখ। ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার পোকাতি গ্রামের সেন্টারহাট এলাকায় বিকেলে সর্বদলীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফারহাত আহমেদ। নারগুন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মসলেম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, সদর থানার ওসি মশিউর রহমান প্রমুখ। সাভার ॥ নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে হিন্দুদের বাড়ি-ঘর, মন্দির ও মূর্তি ভাংচুর, নারীদের ওপর পাশবিক নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা-ভাংচুর করার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু মহাজোটের ধামরাই উপজেলা শাখার আয়োজনে রবিবার দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। কক্সবাজার ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন-পরবর্তী এবং পূর্ববর্তী বিভিন্ন সময়ে বিভিন্ন সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়েছে।
×