ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবশেষে মারাই গেল সেই ঘড়িয়াল

প্রকাশিত: ০৬:৪২, ৭ নভেম্বর ২০১৬

অবশেষে মারাই  গেল সেই  ঘড়িয়াল

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ নবেম্বর ॥ শেষ পর্যন্ত বাঁচানো গেল না বিপন্ন প্রজাতির ঘড়িয়ালটিকে। শনিবার রাত ৯টার দিকে ঘড়িয়ালটি মরে ভেসে ওঠে আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ঘাট এলাকায় পদ্মা নদীতে। এ ঘড়িয়ালটির মৃত্যুর মধ্য দিয়ে বিরল প্রজাতির মিঠা পানির কুমিরবর্গের আরেক সদস্য কমে গেল। শুক্রবার বিকেল চারটার দিকে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলেদের মাছের জালে ধরা পড়ে ওই ঘড়িয়াল। ২০ ঘণ্টা পর ঘড়িয়ালটি বন বিভাগের মাধ্যমে সদরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করা হয় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে। কিন্তু বিকেল চারটার দিকে ধলার মোড় এলাকায় আবার জালে আটকা পড়ে। এরপর বিকেল সাড়ে চারটার দিকে বন বিভাগ আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ঘাট এলাকায় ফের ঘড়িয়ালটি পদ্মা নদীতে ছেড়ে দেয়।
×