ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেকনাফ হাসপাতালে ১২ বছর পর ওটি চালু

প্রকাশিত: ০৬:৪১, ৭ নভেম্বর ২০১৬

টেকনাফ হাসপাতালে ১২ বছর পর ওটি চালু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এক যুগ পর টেকনাফ হাসপাতালে অপারেশন থিয়েটার চালু হয়েছে। অবকাঠামো সমস্যা ও সময়মতো বিদ্যুত না পাওয়ার কারণে টেকনাফ হাসপাতালে অপারেশন থিয়েটার বন্ধ ছিল। অপারেশনের জন্য জরুরী বলে চিহ্নিত রোগীদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হতো। ২০১৪ সালের পহেলা জুন হাসপাতালের অবকাঠামো উন্নয়নে এবং লোকবল সঙ্কট নিরসনে বিশেষ প্রকল্প নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই ধারাবাহিকতায় সোসাইটির হেলথ কেয়ার প্রকল্পের সহযোগিতায় এবং সিভিল সার্জন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিক্যাল অফিসারের আন্তরিক প্রচেষ্টায় অপারেশন থিয়েটারটি পুনরায় চালু করা সম্ভব হয় । ওই দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিশু সার্জারি বিভাগের কনসালট্যান্ট গোলাম হাবীব ময়না ও তার দল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২০টি শিশুর মাইনর সার্জারি সম্পন্ন করেন।
×