ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে রেলের জমিতে অবৈধ দোকান

প্রকাশিত: ০৬:৪১, ৭ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জে রেলের জমিতে অবৈধ দোকান

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৬ নবেম্বর ॥ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের প্রধান ফটকের দেয়ালঘেঁষে প্রভাবশালী মহল রেলওয়ের সম্পত্তি দখল করে অবৈধভাবে গড়ে তুলেছে অর্ধশতাধিক দোকানপাট। এ অবৈধ দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এসব দোকানে আদমজী ইপিজেডের ব্যবসা নিয়ন্ত্রণে নেয়ার জন্য সন্ত্রাসীদের অবস্থান করতে দেখা যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ফলে ইপিজেডে কর্মরত তিন শতাধিক বিদেশীসহ ৫০ হাজার শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। সরেজমিন দেখা যায়, রেলওয়ের জায়গায় মোহাম্মাদীয় হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, আল-মদিনা হোটেল, আজমেরি হোটেলসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট, কনফেকশনারি, চা-বিস্কুট ও ফ্ল্যাক্সিলোড, আলাউদ্দিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ অর্ধশত দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকানপাট থেকে ওই প্রভাবশালী মহল প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, হোটেলসহ দোকানপাটগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এতে আদমজী ইপিজেডে কর্মরত তিন শতাধিক বিদেশীসহ ৫০ হাজার শ্রমিক-কর্মচারীর নিরাপত্তা বিঘিœত হচ্ছে। আদমজী ইপিজেডের পাশের কদমতলী এলাকার আব্দুল বারেক জানান, ইপিজেডের ঝুটসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ নিতেই সন্ত্রাসীরা এখানে মহড়া দিচ্ছে। এ বিষয়ে আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর জানান, আদমজী ইপিজেডের প্রধান গেটের পাশেই গড়ে ওঠা দোকানপাট সম্পূর্ণ অবৈধ। জায়গাটি রেলওয়ের। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের সহকারী ভূ-সম্পদ কর্মকর্তা কাজী হাবিব উল্ল্যাহ জানান, সিদ্ধিরগঞ্জ এলাকায় রেলওয়ের কোন জমিই লিজ দেয়া হয়নি। আদমজী ইপিজেডের পাশে গড়ে ওঠা দোকানপাট সম্পূর্ণ অবৈধ। নারায়ণগঞ্জের কোন জায়গা লিজ দেয়া যাবে না।
×