ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীমান্তে গরু পারাপারে ফসল নষ্ট ॥ ৪ বিজিবি ক্লোজড

প্রকাশিত: ০৬:৪০, ৭ নভেম্বর ২০১৬

সীমান্তে গরু পারাপারে ফসল নষ্ট ॥ ৪ বিজিবি ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ নবেম্বর ॥ ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্তে চোরাকারবারিদের গরু-মোষ পারাপারে এপারের শতাধিক একর জমির ফসল বিনষ্ট হয়েছে। এতে ওই এলাকার সাধারণ কৃষক ও বর্গাদাররা চরম ক্ষতির শিকার হয়েছেন। এ ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে হাবিলদার মকবুলসহ চার বিজিবি সদস্যকে ক্লোজ করা হয়েছে । চকিলাম ও দুর্গাপুর এলাকার রিয়াজ উদ্দিন, রতনসহ ১০-১৫ কৃষক অভিযোগ করেন, শুক্রবার ও শনিবার শেষ রাতে সীমান্ত এলাকার চোরাকারবারি লাইনম্যান জলিল, জালাল, কিবরিয়া ও বাবুর সহযোগিতায় কয়েক শ’ গরু-মোষ চকিলাম সীমান্ত গলে বিজিবি সদস্যদের সহয়তায় আমন ধানক্ষেত মাড়িয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায়। এতে কৃষক রিয়াজ উদ্দিনের ৬ বিঘা জমির ধানসহ বিভিন্ন কৃষকের শতাধিক একর জমির ধান বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক এবং স্থানীয়দের অভিযোগ, গরু-মোষ পারাপারের কয়েক দিন আগে থেকে বিজিবির টহল দল দুর্গাপুর-চকিলাম ক্যাম্পের মোড়ের দোকানিদের রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করতে কড়া নির্দেশ দেয়। তারা আরও অভিযোগ করেন, দোকান বন্ধ করতে বলে চোরাকারবারিদের রাস্তা পরিষ্কার করা হয়েছে এবং চোরাকারবারিদের সঙ্গে বিজিবি সদস্যরা এই চোরাই পথে গরু আনায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় চকিলাম ক্যাম্পের নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন বলেন, ভারতীয় গরু-মোষ বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা শুনেছি। তবে ঘটনার সঙ্গে বিজিবি জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমি ঘটনার পরদিন রাতে ক্যাম্পে যোগদান করেছি। অভিযুক্ত হাবিলদার মকবুল হোসেনসহ টহল দলের চার বিজিবি সদস্যকে পতœীতলা ব্যাটালিয়ন সদরে ক্লোজ করা হয়েছে।
×