ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হারারে টেস্টে হাল ধরলেন থারাঙ্গা-ধনঞ্জয়া

প্রকাশিত: ০৬:৩৮, ৭ নভেম্বর ২০১৬

হারারে টেস্টে হাল ধরলেন থারাঙ্গা-ধনঞ্জয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে ভালই বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে হাল ধরে সফরকারীদের বিপদমুক্ত করেছেন উপুল থারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা। রবিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৯০ রান তুলে নেন তারা। দু’জনই হাফ সেঞ্চুরি পূর্ণ করে ক্রিজে ছিলেন। ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২০৩ রান। হারারেতে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলছে জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কা। প্রথম টেস্ট জিতে ১-০তে এগিয়ে আছে সফরকারী শ্রীলঙ্কা। যদিও একই ভেনুতে প্রথম ম্যাচটা ছিল বেশ উত্তেজনাপূর্ণ। পঞ্চম ও শেষদিনের ৭ ওভার আগে স্বাগতিকদের অলআউট করেছিল শ্রীলঙ্কা। ব্যাটে-বলে দুরন্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে একাই লড়াই জমিয়ে তুলেছিলেন স্বাগতিক অধিনায়ক গ্রেয়ামে ক্রেমার। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। সেটি ছিল জিম্বাবুইয়ের নিজেদের ইতিহাসের ১০০তম টেস্ট ম্যাচ। সিরিজটা ক্রেমারদের জন্য আরও একটি কারণে ব্যতিক্রম। ডেভ হোয়াটমোরের বিদায়ে নতুন কোচ হিথ স্ট্রিক। নতুন ভূমিকায় সাবেক তারকা অধিনায়ক। অন্যদিকে নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ ও সহ-অধিনায়ক দীনেশ চান্দিমালের ইনজুরিতে শ্রীলঙ্কার টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ।
×