ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এলিট ট্রফি কেভিতোভার শোকেসে

প্রকাশিত: ০৬:৩৮, ৭ নভেম্বর ২০১৬

এলিট ট্রফি কেভিতোভার শোকেসে

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ এলিট ট্রফির চ্যাম্পিয়ন হলেন পেত্রা কেভিতোভা। রবিবার টুর্নামেন্টের ফাইনালে এলিনা ভিতলিনাকে হারিয়ে শিরোপা নিজের শোকেসে তোলেন চেকপ্রজাতন্ত্রের এই টেনিস তারকা। শিরোপা জয়ের লড়াইয়ে তিনি ৬-৪ এবং ৬-২ সেটে হারান তিনি। প্রতিপক্ষকে হারাতে এদিন ১ ঘণ্টা ১০ মিনিট সময় লাগে তার। মৌসুমের শেষ মুহূর্তে আরও একটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ রোমাঞ্চিত তৃতীয় বাছাই কেভিতোভা। এর আগে গতমাসে উহান ওপেনের শিরোপা জিতেছিলেন কেভিতোভা। এশিয়ার ছয় টুর্নামেন্টের ফাইনাল খেলে তার তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন সাবেক উইম্বলডনের দুইবারের চ্যাম্পিয়ন। তাই চীনকে তার সৌভাগ্যের দেশ বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে পেত্রা কেভিতোভা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার জন্য চীন একটি সৌভাগ্যের শহর। বলতে পারেন আমার জন্য চমৎকার একটি সপ্তাহ কেটেছে। আমি খুবই সৌভাগ্যবান যে এখানে প্রতিযোগিতা করতে সক্ষম হয়েছি।’ এ সময় কেভিতোভা আরও বলেন, ‘সে আসলেই ম্যাচের শুরু থেকে আমার চেয়ে আক্রমণাত্মক খেলে। তাই আমিও চেয়েছি আক্রমণাত্মক খেলতে। শুরুতে কঠিন হলেও ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগেনি আমার।’ এদিকে শিরোপা জয়ের খুব কাছাকাছি এসেও ব্যর্থ হওয়ায় হতাশ এলিনা ভিতলিনা। রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য এই চেক তারকার। এরপর আর কোন টুর্নামেন্টের শেষ ষোলোই পেরুতে পারেননি ভিতলিনা। তবে শেষ মুহূর্তে এলিট ট্রফির ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে কোর্ট ছাড়তে হয় তার।
×