ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্থ টেস্টে জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৬:৩৭, ৭ নভেম্বর ২০১৬

পার্থ টেস্টে জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে এত রান তাড়া করে জয়ের নজির নেই। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে নতুন রেকর্ডই গড়তে হবে। তবে পার্থ টেস্টে সেটি যে প্রায় অসম্ভব চতুর্থদিন শেষেই তা পরিষ্কার। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৩৯ রানের লক্ষ্যে ১৬৯ রান তুলতেই টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়েছে অসিরা। বাকি ৬ উইকেট নিয়ে আজ শেষদিনে তাদের আরও ৩৭০ রান করতে হবে। ৫৮ রান নিয়ে ক্রিজে উসমান খাজা, ১৫ রানে তার সঙ্গী মিচেল মার্শ। এরপর স্বীকৃত ব্যাটসম্যান বলতে কেবল পিটার নেভিল। ৮ উইকেটে ৫৪০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তাদের ২৪২-এর জবাবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২৪৪ রান। তবে রবিবার অবিশ্বাস্য ফিল্ডিংয়ে ডেভিড ওয়ার্নারকে রানআউট করে আলোচনায় উঠে আসেন খর্বাকায় প্রোটিয়া কৃষ্ণাঙ্গ ক্রিকোর টেম্বা বাভুমা! লক্ষ্যটা বিশাল হলেও অস্ট্রেলিয়ার শুরুটা মন্দ ছিল না। বিশেষ করে দারুণ ব্যাটিং করছিলেন ইনফর্ম ডেভিড ওয়ার্নার। শন মার্শকে নিয়ে ১৩তম ওভারেই স্কোর বোর্ডে ৫০ রান জমা করেন তিনি, যেখানে ৩৩ বলে ওয়ার্নারের ৩৫। পেসার কাগিসো রাবাদা ওভারের দ্বিতীয় বলেই অবিশ্বাস্য সেই ঘটনা। বলটি পয়েন্টে ঠেলে দৌড় দিয়েছিলেন ওয়ার্নার। বাভুমাও ছিলেন প্রস্তুত। দৌড়ে এসে বলটি ধরলেন, শরীরকে ডানদিকে ঘুরিয়ে নিলেন মুহূর্তের মধ্যে। শূন্যে ভাসমান অবস্থাতেই বল ছুড়ে মারলেন। সরসারি গিয়ে আঘাত করল মিডল স্ট্যাম্পে। আউট ওয়ার্নার। এজন্য সময় নিলেন ০.২৬৪ সেকেন্ড! মাথা নাড়তে নাড়তে প্যাভিলিয়নে ফেরা ওয়ার্নারেরও তা অবিশ্বাস্য মনে হচ্ছিল। ওই রান আউটই অস্ট্রেলিয়ার দুঃসময়ের শুরু। একই ওভারে আউট শন মার্শ (১৫)। উসমান খাজা ও স্টিভেন স্মিথ মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু ৯২ রানের জুটিটা ভেঙে দেন ওই রাবাদা। অফ স্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে নেমে আউট অধিনায়ক স্মিথ (৩৪)। এক ওভার বিরতি দিয়ে আবার রাবাদা-ধাক্কা। এবার তার শিকার মাত্র ১ রান করা এ্যাডাম ভোজেস। ১৪৬ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। এর আগে ৬ উইকেটে ৩৯০ রান নিয়ে শুরু করে দক্ষিণ আফ্রিকা। কুইন্ডন ডি’কক (৬৪) ও ভারনন ফিল্যান্ডারকে (৭৩) হারিয়ে আরও ১৫০ রান যোগ করে ৮ উইকেটে ৫৪০ রানে ইনিংস ডিক্লেয়ার করেন ফ্যাফ ডুপ্লেসিস। অভিষিক্ত কেশব মহারাজ অপরাজিত থাকেন ৪১ রানে। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ২৪২/১০ (৬৩.৪ ওভার; ডি’কক ৮৪, বাভুমা ৫১, ডুপ্লেসিস ৩৭, কেশব ১৬, এলগার ১২, রাবাদা ১১*, ফিল্যান্ডার ১০, আমলা ০, স্টিভেন কুক ০; স্টার্ক ৪/৭১, হ্যাজলউড ৩/৭০, লেয়ন ২/৩৮, সিডল ১/৩৬) ও দ্বিতীয় ইনিংস ৫৪০/৮ ডিক্লেঃ (১৬০.১ ওভার; এলগার ১২৭, ডুমিনি ১৪১, ফিল্যান্ডার ৭৩, ডি’কক ৬৪, মহারাজ ৪১*, ডুপ্লেসিস ৩২; সিডল ২/৬২, মিচেল মার্শ ২/৭৭, হ্যাজলউড ২/১০৭, স্টার্ক ১/১১৪, স্মিথ ১/৩) অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৪৪/১০ (৭০.২ ওভার; ওয়ার্নার ৯৭, শন মার্শ ৬৩, ভোজেস ২৭, নেভিল ২৩, সিডল ১৮*, খাজা ৪, স্মিথ ০, মিচেল মার্শ ০; ফিল্যান্ডার ৪/৫৬, কেশব ৩/৫৬, রাবাদা ২/৭৮) ও দ্বিতীয় ইনিংস ১৬৯/৪ (৫৫ ওভার; খাজা ৫৮*, ওয়ার্নার ৩৫, মিচেল মার্শ ১৫*, শন মার্শ ১৫; রাবাদা ৩/৪৯, ফিল্যান্ডার ০/৩৬)। ** চতুর্থদিন শেষে
×