ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেপোলির জার্সিতে গোলের হাফ সেঞ্চুরি করলেন হামসিক

নেপোলি-ল্যাজিও ম্যাচ ড্র

প্রকাশিত: ০৬:৩৬, ৭ নভেম্বর ২০১৬

নেপোলি-ল্যাজিও ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে আরও একবার হোঁচট খেল নেপোলি। শনিবার নিজেদের মাঠে ল্যাজিও’র বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ড্রয়ের ফলে সিরি’এ লীগের পঞ্চম স্থানে অবস্থান করছে নেপোলি। মৌসুমের প্রথম ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ২১ পয়েন্ট। যেখানে ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। শনিবার সান পাওলো স্টেডিয়ামে ল্যাজিওকে আতিথ্য দিয়েছিল নেপোলি। স্বাগতিক সমর্থকদের সামনে গোল না পেলেও প্রথমার্ধে দাপট দেখিয়েছে তারা। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে স্বাগতিক দল। ম্যাচের ৫২ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে নেপোলিকে এগিয়ে দেন দলের সেরা তারকা মারেক হামসিক। সেইসঙ্গে সাও পাওলো স্টেডিয়ামে নেপোলির জার্সিতে ৫০ গোল করার রেকর্ডও গড়েন তিনি। কিন্তু সেøাভাকিয়ান স্ট্রাইকারের করা গোলের সৌজন্যে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নেপোলি। মাত্র ২ মিনিট পরই দুর্দান্ত এক গোল করে সমতায় ফিরে ল্যাজিও। গোল করে সফরকারীদের সমতায় ফেরান কেইটা বালদে দিয়াও। এরপর আর কোন দলই গোলের দেখা পাননি। যে কারণে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। ২০০৭ সালে ইতালিয়ান জায়ান্ট নেপোলিতে যোগ দেন মারেক হামসিক। এরপর থেকেই দুর্দান্ত এই সেøাভাকিয়ান স্ট্রাইকার। কখনই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। গত সেপ্টেম্বরে নতুন এক মাইলফলক স্পর্শ করেন তিনি। নেপোলির জার্সিতে করা আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ৮১ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যান তিনি। আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনা নেপোলির হয়ে ১৯৮৪-১৯৯১ সালে ১৮৮ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ৮১ গোল করেছিলেন। আর সেই ২৫ বছরের রেকর্ড ভেঙ্গে দিয়েছিলেন হামসিক। ম্যারাডোনার সেই রেকর্ড ভেঙ্গেও থেমে থাকেননি সেøাভাকিয়ান স্ট্রাইকার হামসিক। তবে শনিবার ল্যাজিও’র বিপক্ষে সাও পাওলো স্টেডিয়ামে নিজের ৫০তম গোলটি উদযাপন করতে পারেননি হামসিক। তারপরও দলের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেøাভাকিয়ান স্ট্রাইকার বলেন, ‘আমরা বেশ ভাল খেলেছি এবং অসংখ্য সুযোগ তৈরি করেছিলাম। তবে আমরা গোল খেয়েছি তা খুবই লজ্জাজনক ব্যাপার। তাই আমাদের পারফর্মেন্সের আরও উন্নতি করতে হবে।’ ল্যাজিওর সঙ্গে নেপোলি ড্র করলেও তোরিনো ৫-১ গোলে হারিয়েছে ক্যারিয়ারিকে। এই বড় জয়ের ফলে তোরিনো পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নাম্বারে আছে ক্যালিয়ারি। শীর্ষে থাকা জুভেন্টাসের ১১ ম্যাচ থেকে সংগ্রহ ২৭ পয়েন্ট। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে রোমা ও এসি মিলান।
×