ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফলস স্টার্ট অস্বীকার করলেন হসজু

প্রকাশিত: ০৬:৩৬, ৭ নভেম্বর ২০১৬

ফলস স্টার্ট অস্বীকার করলেন হসজু

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় শর্টকোর্স চ্যাম্পিয়নশিপে তার ১৭টি ইভেন্টের সবকটিতেই স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন কাতিঙ্কা হসজু। কিন্তু শনিবার বুদাপেস্টে ৫০ মিটার ফ্রি স্টাইলে ফলস স্টার্টের কারণে ডিসকোয়ালিফাইড হন হাঙ্গেরির আইরন লেডি হিসেবে বিবেচিত এই সাঁতারু। হাঙ্গেরিয়ান সুইমিং ফেডারেশন এমইউএসজেড এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে। তবে বিচারকদের এমন সিদ্ধান্তে হতাশ ২৭ বছর বয়সী কাতিঙ্কা হসজু। এ প্রসঙ্গে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করে হসজু তার ফেসবুক পেজে বলেন, ‘এটা যে বৈধ ছিল না তা আমার কখনই মনে হয়নি। বিচারকদের এমন সিদ্ধান্তে আমি খুবই হতাশ। আমি যদি সঠিকভাবে আমার অতীত ইতিহাস মনে করি তাহলে দেখা যায় যে গত ১০ বছরে কখনই ফলস স্টার্ট করিনি।’ হাঙ্গেরির সুইমিং ফেডারেশনের সঙ্গে হসজুর সম্পর্কটা ভাল যাচ্ছে না। বিশেষ করে সাঁতারুদের বাজেভাবে চিকিৎসা করা হয় বলে হসজু মন্তব্য করার পর থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে। বর্তমানে হাঙ্গেরির খেলাধুলার জগতে সবচেয়ে সফল এ্যাথলেট হসজু। ফলস স্টার্টে একটি ইভেন্ট থেকে ডিসকোয়ালিফাইড হওয়ার কারণে জতীয় শর্ট কোর্স চ্যাম্পিয়ন থেকে ১৬টি স্বর্ণপদক জিতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে। গত মাসে হংকংয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকেও ১০টি র্স্বণপদক জয়ের স্বাদ পেয়েছিলেন হসজু। একযুগ আগের কথা। ২০০৪ সালে ইউরোপিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপসের ৪০০ মিটার মিডলেতে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক জয় করেছিলেন তিনি। যখন তার বয়স মাত্র ১৫। খুব কম বয়সে নিজের যোগ্যতার আলো ছড়িয়ে দিলেও সেটাকে ধরে রাখতে পারেননি হসজু। তারপরও অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে এগিয়ে গেছে ক্যারিয়ার। সে কারণে ২০০৪, ২০০৮ ও ২০১২ অলিম্পিকে অংশ নিয়েও কিছুই পাওয়া হয়নি আয়রন লেডির। অথচ একই সময়ে পাঁচটি ব্যক্তিগত মিডলে ইভেন্টে বিশ্বরেকর্ডধারী প্রথম সাঁতারু তিনি। কিন্তু অলিম্পিকে যেন সেরা সাফল্যটা কোনভাবেই ধরা দিচ্ছিল না। চার বছর আগে লন্ডন অলিম্পিকে কাতিঙ্কা হসজুর ওপর দারুণ প্রত্যাশা থাকলেও কোনকিছুই জিততে পারেননি। তবে দমে যাননি আইরন লেডি। অবশেষে রিও অলিম্পিকের পুলে ঝড় তুলেছেন তিনি। জয় করেছেন ট্রেবল স্বর্ণপদক। সেই ধারাহিকতা ধরে রেখেছেন বার্লিন মিটেও। বিশ্বকাপ সার্কিটে দুইদিনের এ প্রতিযোগিতায় তিনি মোট ৭টি জয় তুলে নিয়েছেন। তার একক আধিপত্যেই শেষ হয়েছে বার্লিন মিট। বার্লিনের পর গত মাসে হংকং বিশ্বকাপ। সর্বশেষ বুদাপেস্টেও নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে।
×