ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলেজ থিয়েটারের ‘দাওয়াত’ নাটকের তৃতীয় মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:২৫, ৭ নভেম্বর ২০১৬

কলেজ থিয়েটারের ‘দাওয়াত’ নাটকের তৃতীয় মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ার সেউজগাড়ীর মৌমাছি খেলাঘর আসরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলেজ থিয়েটার বগুড়ার নতুন প্রযোজনা ‘দাওয়াত’ নাটকের তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হলো শনিবার। নাটকটি রচনা করেছেন কলেজ থিয়েটারের উপ-অর্থ সম্পাদক ওসমান গনি। নির্দেশনা দিয়েছেন সহ-সভাপতি শোভন চন্দ্র সরকার। ৩৫ মিনিট ব্যাপ্তির এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিজুল ইসলাম, তন্ময় সূত্রধর, সাইফুল ইসলাম, সঞ্চয়িতা সরকার, তাসলিমা আকতার জুঁই, ফিরোজুল ইসলাম, রেজোয়ান রাফি, হাসানুজ্জামান, মুহাইমিনুল ইসলাম মাসুম, আতিকুর রহমান, ইমাম হাসান নীরব। নাটকের আবহ সঙ্গীত পরিবেশন করেন নির্মল মাহাতো, মিঠু দাস, রাশিয়ান চন্দ্র। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন এক মুঠো ভাত। তবে সামাজিক বৈষম্যের কারণে সমাজের উঁচু শ্রেণীর লোকেরা নিম্ন শ্রেণীর মানুষের মৌলিক চাহিদা ও যাপিত জীবনের কোন খোঁজ রাখে না। উন্নয়নশীল এই দেশের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের অর্থের অভাব, তথা জীবিকার অনিশ্চয়তা তাদের কুড়ে কুড়ে খায়। সমাজের অনেক সদস্যেরই অস্তিত্ব এক সময় বিলীন হয়ে যায় সীমাহীন দারিদ্র্যতায়। জীবনের চরম বাস্তবতার যাঁতাকলে পিষ্ট নির্যাতিত হতে থাকে অসহায় মানুষ। যাদের মানবিক আর্তনাদের ধ্বনি কেউ শোনার আগেই মধ্য আকাশে বিলীন হয়ে যায়। সমাজের এসব গরিব অসহায় মানুষের গোপন বেদনার মাঝে লুকিয়ে থাকে হাজার হাজার অজানা পাড় ভাঙ্গা কষ্টের কথা। ‘দাওয়াত’ নাটকে সমাজের অবহেলিত মানুষগুলোর সামাজিক অধিকার প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়া হয়েছে। নাটকের মাধ্যমে প্রত্যাশা করা হয়েছে যে সমাজ থেকে বৈষম্য দূর হোক এবং দেশে বেকারত্বের অবসান হোক। সুখী ও সমৃদ্ধ জীবন ফিরে পাক সব মানুষ সেটাই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
×