ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে আরও দুটি টিভি চ্যানেল সাময়িক বন্ধ রাখার নির্দেশ

প্রকাশিত: ০৬:২৩, ৭ নভেম্বর ২০১৬

ভারতে আরও দুটি টিভি  চ্যানেল সাময়িক বন্ধ রাখার নির্দেশ

এনডিটিভির পর ভারতের আরও দুটি টেলিভিশন চ্যানেলকে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার শাস্তি দিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে এ শাস্তি দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর এনডিটিভির। মন্ত্রণালয়ের অনুষ্ঠান নীতিমালা লঙ্ঘনের কয়েকটি অভিযোগে ৯ নবেম্বর আঞ্চলিক চ্যানেল ‘নিউজ টাইম আসাম’ এর সম্প্রচার বন্ধ থাকবে। পাশাপাশি আপত্তিকর বিষয়বস্তু সম্প্রচারের অভিযোগে ‘কেয়ারওয়াল্ড টিভি’ চ্যানেলকে ৯ নবেম্বর থেকে পরবর্তী সাত দিন সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ২ নবেম্বরের তারিখ দেয়া এক সরকারী আদেশে, নির্যাতিত অপ্রাপ্তবয়স্ক এক গৃহকর্মীর পরিচয় প্রকাশ করায় নিউজ টাইম আসামকে অভিযুক্ত করা হয়। এ বিষয়ে ২০১৩ সালের অক্টোবরে চ্যানেলটিকে একটি কারণ দর্শাও নোটিন দেয়া হয়েছিল বলে ওই আদেশে বলা হয়েছে। চ্যানেলটির বক্তব্য শোনার পর আন্তঃমন্ত্রণালয় কমিটি (আইএমসি) চ্যানেলটিকে একদিন সম্প্রচার বন্ধ রাখার আদেশ দেয়। অন্যান্য কয়েকটি চ্যানেলও একই বিষয়বস্তু সম্প্রচার করেছে এবং তাদেরও সতর্ক করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে আদেশটি পুনর্বিবেচনা করে কমিটি। কিন্তু সবকিছু বিবেচনা করে চ্যানেলটির সম্প্রচার একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখে কমিটি। চ্যানেলটিকে মৃতদেহের ছবি সম্প্রচারের দায়েও অভিযুক্ত করা হয়েছে। এছাড়া চ্যানেলটি নারীদের জন্য মানহানিকর একটি অনুষ্ঠান সম্প্রচারের পর আদেশ দেয়া সত্ত্বেও দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করে কোন বিজ্ঞপ্তি প্রচার করেনি বলে জানিয়েছে কমিটি।
×