ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা শঙ্কা মঞ্চ থেকে সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

প্রকাশিত: ০৬:২৩, ৭ নভেম্বর ২০১৬

নিরাপত্তা শঙ্কা  মঞ্চ থেকে সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

নেভাডার রেনো শহরে এক প্রচার সমাবেশে ট্রাম্প ভাষণ দেয়ার সময় সিক্রেট সার্ভিসের দুই এজেন্ট তার কাঁধ ধরে তাড়াহুড়ো করে তাকে মঞ্চের পেছন দিকে নিয়ে যান। এ সময় উপস্থিত সমর্থকদের সামনে থাকা এক ব্যক্তির ওপর কয়েক পুলিশ ঝাঁপিয়ে পড়ে। খবর সিএনএন। ওই ব্যক্তিকে মাথা নিচু করে মেঝের দিকে ধরে রেখে তার শরীর তল্লাশি করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই তাকে পেছনে হাতমোড়া করে বেঁধে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর ট্রাম্প মঞ্চে ফিরে এসে ফের বক্তৃতা শুরু করেন, এ সময় তাকে দেখে কিছু ঘটেছে বলে মনে হচ্ছিল না। এটা আমাদের জন্য সহজ হবে কেউ এমনটি বলেনি, কিন্তু আমরা কখনই থামব না, বলেন তিনি। ঘটনার শুরু হয় যখন ট্রাম্প লক্ষ্য করেন কেউ একজন সমাবেশে বিঘœ ঘটানোর চেষ্টা করছে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই মঞ্চের কাছে থাকা লোকজন ভিড়ের মধ্যে কোন একজনকে দেখাতে থাকে। এ সময় সিক্রেট সার্ভিসের দুই এজেন্ট ট্রাম্পকে সরিয়ে নেন। খবর ছড়িয়ে পড়ে, ওই লোকের কাছে বন্দুক ছিল। তবে গোয়েন্দা সংস্থা পরে জানায়, গোটা এলাকা ও ওই লোকের শরীর তল্লাশি করে কোন অস্ত্র পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা সিএনএনের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছন, কেউ কোন অস্ত্র দেখেননি। ওই ব্যক্তিকে হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের কেউ একজন বলে উল্লেখ করেন ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প রেনোর সিক্রেট সার্ভিস এবং নেভাডার আইন প্রয়োগকারীদের তাদের দ্রুত ও পেশাদারী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিকে শনিবার প্রকাশিত ম্যাকক্ল্যাচি-ম্যারিস্টের মতামত জরিপের ফলাফলে দেখা গেছে, জাতীয়ভাবে ট্রাম্পের চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছেন হিলারি।
×