ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ব্যাটল গ্রাউন্ড’ বলে বিবেচিত অঙ্গরাজ্যে মরিয়া প্রচার দুই প্রার্থীর

ট্রাম্পের নজর ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটিগুলোতে

প্রকাশিত: ০৬:২৩, ৭ নভেম্বর ২০১৬

ট্রাম্পের নজর ডেমোক্র্যাটদের  শক্ত ঘাঁটিগুলোতে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়েছে। অঙ্গরাজ্যগুলোতে মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন দুই প্রধান প্রার্থী। এ সত্ত্বেও ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা তার রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি। খবর এএফপি ও ওয়াল স্ট্রিট জার্নালের। রাজনৈতিক মানচিত্র অনুযায়ী, হিলারি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে হেরে যেতে পারেন, যেগুলোতে তার জয় দীর্ঘ প্রত্যাশিত ছিল। তবে তিনি জিততে প্রয়োজনীয় ২৭০ ইলেক্ট্রোরাল ভোট পাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য তাদের কমপক্ষে ২৭০ ইলেক্টোরাল ভোট সংগ্রহ করতে হবে। আর ট্রাম্পের সংগ্রহে আছে ২০৪ ভোট। এদিকে জনসমর্থন বেড়ে যাওয়ায় আশাবাদী হয়ে উঠেছেন ট্রাম্প। বেশকিছু অঙ্গরাজ্যে তার সম্ভাবনা বেড়েছে। তবে তার নির্বাচিত হতে ওই অঙ্গরাজ্যগুলোর সবগুলোতে জয় পেতে হবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ১৫ অঙ্গরাজ্যকে ‘ব্যাটল গ্রাউন্ড’ বলে বিবেচনা করা হচ্ছে। এগুলো হলো আরিজোনা, কলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মিশিগান, নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলিনা, ওহাইও, পেনসিলভানিয়া, উটাহ, ভার্জিনিয়া ও উইসকনসিন। এই রাজ্যগুলোর ভোটের ফলাফলেই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এটা এক রকম নিশ্চিত। তাই নির্বাচনের মাত্র দুই দিন আগে শনিবার এসব রাজ্যে জোর প্রচার চালিয়েছেন দুই প্রার্থীই। ট্রাম এখন ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত রাজ্যগুলোর প্রতি মনোযোগ দিচ্ছেন। তিনি পেনসিলভানিয়া, মিশিগান ও মিনেসোটায় প্রচার চালাবেন। ১৯৭২ সালের পর থেকে রিপাবলিকানরা মিনেসোটায় জেতেনি। এই অঙ্গরাজ্যে হিলারির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে ট্রাম্প। নেভাডার রেনোতে শনিবার সন্ধ্যায় ভাষণ বলেন, কেউ বলেনি, এটা আমাদের জন্য সহজ হবে। এদিকে ফ্লোরিডার ট্রাম্পায় এক সমাবেশে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে আমরা এগিয়ে যাচ্ছি বা সমান সমান অবস্থানে রয়েছি। তিনি আশা করছেন তিনি ফ্লোরিডা ও পেনসিলভানিয়াতে জয়ী হবেন। গত দুই নির্বাচনে এগুলোতে বারাক ওবামা জয় পেয়েছিলেন। এদিকে শুরুর দিকে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের চেয়ে হিলারি ভাল ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু শেষ দিকে এসে জনমত জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের জনসমর্থন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এ প্রেক্ষিতে ডেমোক্র্যাটদের জন্য নিরাপদ বলে যেসব অঙ্গরাজ্যকে বিবেচনা করা হচ্ছিল সেগুলোর দিকেও এখন বিশেষ নজর দিচ্ছেন হিলারি।
×