ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচনের দিন চরম আঘাত হানতে পারে রুশ হ্যাকাররা

প্রকাশিত: ০৬:২২, ৭ নভেম্বর ২০১৬

নির্বাচনের দিন চরম  আঘাত হানতে  পারে রুশ হ্যাকাররা

রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনসহ ইউরোপের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। রুশ সমর্থনপুষ্ট হ্যাকাররা মার্কিন নির্বাচনী প্রক্রিয়ায় যেভাবে হস্তক্ষেপের চেষ্টা করে এসেছে নির্বাচনের দিন তা আরও প্রকট আকার ধারণ করতে পারে বলেও তারা সতর্ক করে দিয়েছেন। খবর ওয়েবসাইটের। রুশ হ্যাকাররা যে মার্কিন নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চায় সম্প্রতি তার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তা ও অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, তাদের এই হ্যাকিং চেষ্টা নির্বাচনের দিন আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে এটি কেবল মার্কিন নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই চেষ্টা অব্যাহত থাকবে আগামী বছরগুলোতেও। তারাও এটাও বলছেন, রুশরা মার্কিন নির্বাচনের চেয়েও ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচন নিয়ে বেশি আগ্রহী। কারণ ওগুলোর সঙ্গে সরাসরি তাদের স্বার্থ জড়িত। গত কয়েক বছরে ইউরোপ অভিমুখী অভিবাসী ও শরণার্থীর ঢল মহাদেশটিতে ইইউ বিরোধী ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান ত্বরান্বিত হয়েছে। এসব রাজনৈতিক দল আবার রাশিয়ার কাছ থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। আগামী বছর মার্চে নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচন, এপ্রিলে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন, সেপ্টেম্বর-অক্টোবরে জার্মানিতে ফেডারেল নির্বাচন। ২০১৪ সালে ক্রিমিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়াকে একঘরে করে রেখেছে।
×