ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরেই স্বল্প মূলধনী কোম্পানি নিয়ে আলাদা মার্কেট

প্রকাশিত: ০৬:২১, ৭ নভেম্বর ২০১৬

ডিসেম্বরেই স্বল্প মূলধনী কোম্পানি নিয়ে  আলাদা মার্কেট

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে স্বল্প মূলধনী কোম্পানিগুলো পৃথক বোর্ড বা প্লাটফরম গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃপক্ষ। চলতি বছরে ডিসেম্বরের মধ্যে এই মার্কেট গঠনের চূডান্ত কাজ শুরু হবে। বিএসইসি সূত্রে বিষয়টি জানা গেছে। সূত্র জানিয়েছে, খুব শীঘ্র স্বল্প পুঁজির মার্কেট গঠনের বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে। এর পরপরই শুরু হবে মার্কেট গঠনের কাজ। এদিকে পুঁজিবাজারের স্বার্থে স্বল্প মুলধনী কোম্পানির মার্কেট চালু করা জরুরী মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। প্রাপ্ত তথ্য মতে, স্বল্প মূলধনী কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) নীতিমালা ২০১৬-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নীতিমালায় বলা হয়েছে, পাঁচ কোটি টাকা কমের স্বল্প মূলধনী কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে না। এর আগে ২০ ফেব্রুয়ারি স্বল্প মূলধনী কোম্পানির জন্য ‘স্মল ক্যাপ বোর্ড’ নামে নতুন বাজার গঠনের অনুমোদন দেয় বিএসইসি। বিএসইসির ওই অনুমোদন অনুযায়ী, স্বল্প মূলধনী কোম্পানি তালিকাভুক্তির জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে পুঁজি উত্তোলন করতে হবে। আর স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার শুধু কোয়ালিফাইড ইনভেস্টররা লেনদেন করতে পারবেন। এরই অংশ হিসেবে কোয়ালিফাইড ইনভেস্টর অফার নীতিমালার খসড়া অনুমোদন দেয় বিএসইসি। এ বিষয়ে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক রকিবুর রহমান বলেন, পুঁজিবাজার আরও শক্তিশালী করার জন্য ছোট মূলধনী কোম্পানি নিয়ে ভিন্ন বাজার তৈরি করা জরুরি। আমার জানা মতে বিষয়টি নিয়ে কাজ করছে বিএসইসি কর্তৃপক্ষ। অন্যদিকে বিষয়টি জানতে বিএসইসিতে যোগাযোগ করা হলে সাইফুর রহমান শেয়ার বিজকে বলেন পুঁজিবাজারের স্বার্থে এ মার্কেটের ভূমিকা অনেক। আমরা এ মার্কেট নিয়ে কাজ করছি। আশা করা যায় আমরা যথা সময়ে এ মার্কেট গঠনের কাজ শেষ করতে পারব। একই প্রসঙ্গে বাংলাদেশ বিনিরেয়াগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ মার্কেটের গুরুত্ব অনেক। তিনি বলেন, আলাদা মার্কেট তৈরি হলে কেউ আর মূল মার্কেটে স্বল্প পুঁজির কোম্পানি নিয়ে কারসাজি করতে পারবে না। আলাদা মার্কেট গঠিত হলে সবাই বুঝতে ওই মার্কেটে কি ধরনের কোম্পানি রয়েছে। অর্থাৎ সবাই বুঝেশুনে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন। স্বল্প মূলধনী কোম্পানি বৈশিষ্ট্য ॥ বিএসইসির নীতিমালায় বলা হয়েছে, কোয়ালিফাইড ইনভেস্টর বলতে বিনিয়োগ-সংক্রান্ত সম্যক ধারণা রয়েছে এমন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ নিট সম্পদধারী ব্যক্তিকে বোঝাবে। কোয়ালিফাইড ইনভেস্টরদের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ভিন্ন ধরনের বিও হিসাব প্রণয়ন করবে। স্বল্প মূলধনী প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে ৫ কোটি টাকা থাকতে হবে।
×