ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কিছুটা কমেছে

প্রকাশিত: ০৬:২১, ৭ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কিছুটা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে ডিএসইতে প্রায় ৪৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন আগের দিনের তুলনায় লেনদেনেও সামান্য পতন হয়েছে। তবে সূচক ও লেনদেনে কিছুটা মন্দাবস্থা থাকলেও দিনটিতে অন্তত আটটি কোম্পানির বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। এর মধ্যে শক্ত মৌলভিত্তিসম্পন্ন কনফিডেন্ট সিমেন্ট, ডরিন পাওয়ার ও ইস্টার্ন লুব্রিক্যান্টসের মতো কোম্পানিও রয়েছে। পাশাপাশি বিক্রেতাশূন্য তালিকায় বিডি অটোকারস লিগ্যাসি ফুটওয়ার, ইমাম বাটন, শ্যামপুর সুগার মিলের মতো জেড ক্যাটাগরিরও শেয়ারও রয়েছে। এছাড়া খাদ্য ও আনুষঙ্গিক খাতের এপেক্স ফুডসের দিনটিতে কোন বিক্রেতা ছিল না। গত কয়েকদিনে কোম্পানিটির শেয়ারের দর কমেছিল কয়েকগুণ। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৫০৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি শেয়ারের দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কনফিডেন্ট সিমেন্ট, ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, ব্র্যাক ব্যাংক, আর্গন ডেনিমস, এপ্রেক্স ফুটওয়ার, নাভানা সিএনজি, পেনিনসুলা চট্টগ্রাম, শাশা ডেনিমস ও লাফার্জ সুরমা সিমেন্ট। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : কনফিডেন্ট সিমেন্ট, ডরিন পাওয়ার, এপেক্স ফুডস, নাভানা সিএনজি, লিব্রা ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইস্টার্ন লুব্রিক্যান্টস, সিভিও পেট্রো কেমিক্যাল ও পেনিনসুলা চট্টগ্রাম। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইভিন্স টেক্সটাইল, আর্গন ডেনিমস, প্রগতি ইন্স্যুরেন্স, এইচ আর টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, হা-ওয়েল টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
×