ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু

প্রকাশিত: ০৬:১৮, ৭ নভেম্বর ২০১৬

চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সীতাকু-ু উপকূল অতিক্রম করায় রবিবার চট্টগ্রাম বন্দর জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে পণ্যবাহী যেসব জাহাজ শনিবার জেটিতে ভিড়তে দেয়া হয়নি সেগুলো রবিবার জেটিতে ভেড়ানো হয়। চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, রবিবার সকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সীতাকু-ু উপকূল অতিক্রম শুরু করে। শঙ্কা কেটে যাওয়ায় সকাল ৮টা থেকে জেটিতে পণ্য ওঠা-নামার কাজ শুরু হয়েছে। নিম্নচাপের কারণে শনিবার সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। নিম্নচাপটি উপকূল অতিক্রম করায় সাগর স্বাভাবিক হয়ে উঠছে। বড় লাইটারগুলো পণ্য খালাসে আউটারে যাওয়া শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ।
×