ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৬ দিনে ২৮০ জন এ ফোরামে কর বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন

করদাতা প্রজন্ম তৈরি করছে কর শিক্ষণ ফোরাম

প্রকাশিত: ০৬:১৭, ৭ নভেম্বর ২০১৬

করদাতা প্রজন্ম তৈরি করছে কর শিক্ষণ ফোরাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ কর সম্পর্কে নানা ভীতি দূর করে রাজস্ব প্রদানে উৎসাহিত করতে আয়কর মেলায় চলছে ‘কর শিক্ষণ ফোরাম’ এর প্রশিক্ষণ কর্মসূচী। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে ওই ফোরাম স্কুল-কলেজের শিক্ষার্থীদের আয়কর সম্পর্কে ধারণা দিতে ও আগ্রহ তৈরিতে কাজ করছে। আর এতে ভবিষ্যত করদাতা প্রজন্ম তৈরি হবে বলে মেলা সংশ্লিষ্টরা মনে করছেন। আয়কর মেলায় শিক্ষার্থীদের আয়করের পাশাপাশি ভ্যাট ও শুল্কের মৌলিক বিষয়ের ওপর ধারণা দিচ্ছে এই ফোরাম। মেলা প্রাঙ্গণ ঘুরিয়ে বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসার জবাবও দেয়া হচ্ছে। ‘কর শিক্ষণ ফোরাম’ নামের এ কর্মসূচী ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বড় হয়ে কর দেয়ার আগ্রহও প্রকাশ করেছে। মেলার ষষ্ঠ দিন রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা কর শিক্ষণ ফোরামে আয়কর বিষয়ে ধারণা নিতে মেলায় এসেছেন। শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও আয়করসংক্রান্ত একটি সংক্ষিপ্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এটি হবে এ ফোরামের আওতায় প্রথম কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ। শনিবার কর শিক্ষণ ফোরামে এসেছিল শেরেবাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্রী। কেন কর দিতে হয়, কর দিলে কিংবা না দিলে কী হয়, করের টাকায় কী হয়, এছাড়া কারা কর দেবেন, কত টাকা হলে আয়কর দিতে হয়, গাড়ি-বাড়ি থাকলে কর দিতে হয় কি-না, টিআইএন-আয়কর রিটার্নসহ এমন প্রয়োজনীয় প্রশ্নের জবাব দেয়া হয় কর শিক্ষণ ফোরামে। ছিল আয়কর ও সমসাময়িক বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা। এতে সঠিক উত্তরদাতা সেরা দশজনকে প্রাইজবন্ড পুরস্কারসহ অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। কর কমিশনার বেগম রওশন আরা আক্তারকে আহ্বায়ক করে গঠিত হয়েছে এ শিক্ষণ ফোরাম। কর শিক্ষণ ফোরামের সদস্য সচিব ও এনবিআরের যুগ্ম কমিশনার জেহাদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিনই মেলা প্রাঙ্গণে একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আসার সুযোগ করে দেয়া হচ্ছে। ইতোমধ্যে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন উচ্চ বিদ্যালয় ও শেরেবাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় এসেছে। আজ (রবিবার) এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা।’জেহাদ উদ্দিন বলেন, ‘কর শিক্ষণ ফোরামের নতুন উদ্যোগে বেশ সাড়া পাচ্ছি। ভবিষ্যত করদাতা প্রজন্ম এ বিষয়ে বেশ আগ্রহ দেখাচ্ছে। গত পাঁচ দিনে ৫০ শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষকসহ মোট ২৭৫ জন এ ফোরামে কর বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে প্রতিদিন কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া ১০ জন শিক্ষার্থীকে আমরা পুরস্কৃত করেছি। এছাড়া প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে সনদপত্র।’ এ ফোরামে অংশ নেয়া শেরেবাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘আয়কর মেলায় এসে আমাদের ভাল লাগছে। কর শিক্ষণ ফোরামের এ উদ্যোগ ভাল লেগেছে। এর মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়েছি। বড় হয়ে আমরা কর দিতে চাই।’ শিক্ষণ ফোরামের সংগঠক এবং এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী বলেন, ‘কর প্রশিক্ষণ ফোরামে নতুন প্রজন্মকে বোঝানো হয় যে, কর দেয়া দেশপ্রেমের বহির্প্রকাশ। দেশকে পরনির্ভরশীলতা থেকে স্বনির্ভর করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। মূলত এসব বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেয়া হয় ওই ফোরামে। ইতোমধ্যে মেলায় এ ফোরাম ব্যাপক সাড়া ফেলেছে।’ কর শিক্ষণ ফোরামকে এনবিআরের উদ্ভাবনী কর্মসূচী হিসেবে দেখছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, ‘কর বিষয়টি কিছুটা জটিল বলে অনেকে এ বিষয়ে আগ্রহী হন না। তাই তরুণ করদাতাদের উৎসাহ প্রদানের জন্য ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে করদাতাদের শিক্ষা দেয়ার জন্য মেলায় কর শিক্ষণ ফোরাম কাজ করছে। এ জন্যই স্কুলের শিক্ষার্থীদের মেলা প্রাঙ্গণে আনা হয়েছে। তারা কর বিষয়ে জানতে খুবই উৎসাহী। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটি তার নির্দেশক।’মেলায় রবিবার পর্যন্ত ৬ষ্ঠ দিন শেষে ১ হাজার ৭২৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৪৫৭ টাকা কর আদায় করেছে এনবিআর। এবারের আয়কর মেলা রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে। মেলার পরিধি গত বছরের মেলার চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। ১০৯টি বুথসহ সকল সুবিধা দিয়ে প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। রয়েছে করদাতাদের আসার সুবিধার জন্য বিনাভাড়ায় আটটি সাটল বাসে যাতায়াতের সুবিধা।
×