ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করমেলায় ব্যাংকের অপর্যাপ্ত বুথ

প্রকাশিত: ০৬:১৬, ৭ নভেম্বর ২০১৬

করমেলায়  ব্যাংকের  অপর্যাপ্ত বুথ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আয়কর মেলায় দুটি ব্যাংকের ৬টি বুথে মাত্র ১২ জন কর্মকর্তা জমা নিচ্ছেন করের টাকা। ফলে অনেক করদাতাকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। ভোগান্তি কমাতে ব্যাংক বুথ বাড়ানোর পাশাপাশি মেলা ব্যবস্থাপনায় আরও নজরদারির আহ্বান জানান করদাতারা। তবে উপস্থিতি বেশি হওয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে বলেই মনে করছে এনবিআর। সংস্থাটির দাবি ব্যাংকিং সুবিধা এ বছর বাড়ানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আয়কর মেলার ব্যাংকিং সেকশনে দুটি ব্যাংকের মাত্র কয়েকটি বুথের সামনে সারিবদ্ধ হয়ে টাকা জমা দেয়ার জন্য অপেক্ষা করছেন করদাতারা। বাইরের চিত্র আরও বিচিত্র। দীর্ঘ লাইন। ছোট্ট এই জায়গাটিতে সারির মারপ্যাঁচ এড়িয়ে শ’পাঁচেক মানুষ ঢোকার চেষ্টা করছেন ভেতরে। করের টাকা পরিশোধে ব্যাংকে টাকা জমা দিতে বেশিরভাগ করদাতাকেই অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে দুই থেকে আড়াই ঘণ্টা। তবে সমস্যাটিকে সাময়িক দাবি করে এনবিআর বলছে, বিগত বছরের তুলনায় এবার বাড়ানো হয়েছে ব্যাংক বুথের সংখ্যা। শনিবার দেশের ৬২টি স্পটে আয়কর মেলার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে এর মধ্যে আয়কর আদায় হয়েছে প্রায় ১৪শ’ কোটি টাকা, নতুনভাবে ই-টিআইএন নিবন্ধন করেছেন সাড়ে ১০ হাজার করদাতা।
×