ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন জাতীয়করণ করা সরকারী কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার দাবি

প্রকাশিত: ০৬:১২, ৭ নভেম্বর ২০১৬

নতুন জাতীয়করণ করা সরকারী কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার দাবি

স্টাফ রিপোর্টার ॥ নতুন জাতীয়করণ করা সরকারী কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। মহাসচিব শাহেদুল খবির চৌধুরী বলেন, বিসিএসে উত্তীর্ণ ছাড়া অন্য কোন পথে আসা কাউকে ক্যাডারভুক্ত করা যাবে না। এটা আমাদের দাবি। তিনি বলেন, উপজেলা পর্যায়ে বেসরকারী কলেজ জাতীয়করণ সরকারের গণমুখী উদ্যোগ। তবে জাতীয়করণকৃত কলেজের এসব শিক্ষককে নন-ক্যাডার শিক্ষক হিসেবে বিবেচনা করতে হবে। জাতীয় প্রেসক্লাবে রবিবার এক সংবাদ সম্মেলনে সরকারী কলেজ শিক্ষকদের এই সংগঠন এমন দাবি জানায়। শাহেদুল খবির চৌধুরী বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা জরুরী। বিসিএস ক্যাডার সদস্যদের সকল সুবিধা অক্ষুণœ রেখে জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য পৃথক পরিচালনা, নিয়োগ, জ্যেষ্ঠতা ও পদোন্নতির নীতিমালা প্রণয়ন করতে হবে। প্রসঙ্গত, যেসব উপজেলায় সরকারী স্কুল-কলেজ নেই সেখানে একটি করে স্কুল-কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জুলাই মাসে ঘোষণা দেন। এর ফলে ৩২৫টি বেসরকারী স্কুল এবং ৩১৫টি কলেজ জাতীয়করণ হওয়ার কথা। শাহেদুল বলেন, ৩১৫টি বেসরকারী কলেজের প্রায় ২০ হাজার শিক্ষক ক্যাডারভুক্ত হলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নতুন প্রজন্মের শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন এবং এ ক্যাডার কোনভাবেই মেধাবীদের আকর্ষণ করতে পারবে না।
×