ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় চিনিকলের আখ কাটা নিয়ে আদিবাসীদের সঙ্গে সংঘর্ষ ॥ ৮ পুলিশসহ আহত ২৫

প্রকাশিত: ০৫:৪৮, ৭ নভেম্বর ২০১৬

গাইবান্ধায় চিনিকলের আখ কাটা নিয়ে আদিবাসীদের সঙ্গে সংঘর্ষ ॥ ৮ পুলিশসহ আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৬ নবেম্বর ॥ গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারে উৎপাদিত আখ কাটা নিয়ে রবিবার দিনভর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে আদিবাসীদের (সাঁওতাল) দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আট পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, রবিবার দুপুরে রংপুর চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের সহায়তায় সাহেবগঞ্জ ইক্ষু খামার (বাগদা ফার্ম) এলাকায় আখ বীজ কাটতে যান। এ সময় ওই জমির মালিকানার দাবিদার আদিবাসী ও স্থানীয় বাঙালীরা তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। লাঠিসোটা, বল্লম, তীরধনুক, ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। আদিবাসীরা বৃষ্টির মতো তীর ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই তীরবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এসআই আক্তার, এএসআই রাজু, এএসআই আসাদসহ আট পুলিশ সদস্য। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত ১৭ জন আহত হয়। দুপুর দুটো পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অবস্থান নিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে আদিবাসীদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে এবং খামারে প্রতিষ্ঠিত নতুন সাঁওতালপল্লী ঘেরাও করে রাখে। এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিকেল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব, পুলিশ, শ্রমিক-কর্মচারী এবং এলাকাবাসী সাঁওতালপল্লী ঘিরে তাদের উচ্ছেদ অভিযান শুরু করে। সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের দাবি, ওই জমি তাদের বাপ-দাদার। ১৯৫২ সালে রংপুর চিনিকল প্রতিষ্ঠিত হওয়ার পর ওই জমি অধিগ্রহণ করা হয়। সে সময় শর্তে বলা হয়েছিল, কখনও ইক্ষু চাষ বন্ধ থাকলে জমি পূর্বের মালিকদের ফেরত দেয়া হবে। গত বছর সেই শর্তের অধিকারে আদিবাসীরা পুরো জায়গাটি দখল করে বাড়িঘর তৈরি করে। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল জানান, রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের এক হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে স্থানীয় আদিবাসীদের সঙ্গে রংপুর চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অধিগ্রহণকৃত জমি চিনিকলের। সুতরাং সাঁওতালদের মালিকানার দাবি সঠিক নয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, তীরবিদ্ধ পুলিশ সদস্য ও আহত অন্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশনের মাধ্যমে তাদের শরীর থেকে তীর বের করা হয়।
×