ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদিজার বাম হাত ও মাথার ডান পাশে আজ অস্ত্রোপচার

প্রকাশিত: ০৫:৪৬, ৭ নভেম্বর ২০১৬

খাদিজার বাম হাত ও মাথার ডান পাশে আজ অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসারত সিলেট সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার বাম হাতে ও মাথার ডান পাশে আজ সোমবার অস্ত্রোপচার করা হবে। রবিবার বিকেলে খাদিজার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার বাবা মাসুক মিয়া দৈনিক জনকণ্ঠকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার খাদিজার বাম হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি তারা মাথার ডান পাশে আরেকটি অস্ত্রোপচার করবেন। অপারেশন সফল হলে খাদিজা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বলে চিকিৎসকরা আশাবাদী। মাসুক মিয়া বলেন, খাদিজার অবস্থা আগের চেয়ে অনেক ভাল। এতদিন স্বজনদের চিনতে পারলেও হঠাৎ সে খেই হারিয়ে ফেলত। আগে যেভাবে হঠাৎ অন্যমনস্ক হয়ে যেত এখন আর সেভাবে হয় না। খাদিজাকে এখন শক্ত খাবার দেয়া হচ্ছে। রবিবার সকালে তাকে আপেলের সঙ্গে জুস, জেলি ও প্রোটিনযুক্ত ইত্যাদি নরম খাবার দেয়া হয়েছে। গত ২৭ অক্টোবর ‘হাই ডিপেন্ডেন্সি ইউনিট’ (এইচডিইউ) থেকে খাদিজাকে কেবিনে স্থানান্তরের পর থেকে সে পরিবারের স্বজনদের সঙ্গে দিন কাটাচ্ছে। ক্রমান্বয়ে খাদিজার মা-বাবা, ভাই, বোন, মামা, চাচা তাকে নিয়মিত সময় দিচ্ছেন। গত ৩ অক্টোবর সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে বখাটে বদরুল। গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চলছে খাদিজার চিকিৎসা।
×