ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গৃহকর্মী নির্যাতন মামলা ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী বেকসুর খালাস

প্রকাশিত: ০৫:৪৬, ৭ নভেম্বর ২০১৬

গৃহকর্মী নির্যাতন মামলা ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী বেকসুর  খালাস

কোর্ট রিপোর্টার ॥ গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে বেকসুর খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল রবিবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এই রায় ঘোষণা করেন। এ সময় শাহাদাত ও নিত্য আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর শাহাদাত প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ে আমরা নির্দোষ প্রমাণ হল। আশা করি শীঘ্রই ক্রিকেটে ফিরতে পারব। গত বছরের ৬ সেপ্টেম্বর বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে সাধারণ ডায়েরি করেন। পরে রাত ৮টার দিকে মারাত্মক আহত অবস্থায় শিশু হ্যাপিকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। এরপর খন্দকার মোজাম্মেল হক নামে একজন সাংবাদিক শাহাদাত ও নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় নির্যাতনের মামলা দায়ের করেন। পরে দুজনকেই পৃথকভাবে গ্রেফতার করে পুলিশ। শাহাদাতকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নিত্যকেও তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুজন জামিন পান। গত ২২ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (২)/ খ ধারায় শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ট্রাইব্যুনাল।
×