ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হার্টথ্রব দাদু!

প্রকাশিত: ০৫:৪২, ৭ নভেম্বর ২০১৬

হার্টথ্রব দাদু!

সাধারণত ৮০ বছর বয়সী লোকদের আমরা লাঠি হাতে ঠকঠক করে হাঁটতে দেখি। তাও আবার সবাই নয়। কিন্তু যদি বলা হয় ৮০ বছর বয়সে র‌্যাম্পে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ৮০ বছর বয়সী এক দাদু? বিষয়টি অনেকের কাছে গালগল্প মনে হতে পারে। তবে চীনে এমন একজন বৃদ্ধের খোঁজ পাওয়া গেছে যিনি ৮০ বছর বয়সে র‌্যাম্পে হেঁটে অনেক তরুণীর হৃদয় জয় করেছেন। অনেক তরুণী তাকে চমৎকার, অনেকে আবার তাকে পৌরুষদীপ্ত বলে জানিয়েছে। অনেকে তার ত্বকের প্রশংসা করে লিখেছে দাদু আপনার ত্বক হৃদয়জাত। এসব মিলিয়েই তিনি তকমা পেয়েছেন হার্টথ্রব দাদুর। আবার অনেকে তাকে চীনের সবচাইতে তারুণ্যদীপ্ত দাদু নামে ডাকে। হ্যাঁ, বলছি ওয়াং দাসুনের কথা। এই ৮০ বছর বয়সেও তার পেশীবহুল শরীর দেখে এ যুগের অনেক চিত্রতারকারাও চমকে ওঠেন। চীনের অনেকেই তাকে আইডল মানে। অনেকে আবার তার শরীরের রহস্য জানতে চায়। অনেকেই তার কোম্পানির সুনামের জন্য তাকে নিয়ে বেশি বেশি র‌্যাম্প শো করতে চাইছে। কিন্তু তার শরীরের রহস্য কি? এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তরে ওয়াং দাসুন বলেন, নিয়ম করে শরীর চর্চা আর সামান্য মদপান করি। এসব আমার শরীর ফিট রাখতে সাহায্য করে। দুই সন্তানের জনক দাসুন আরও বলেন, মনে রাখতে হবে দেহ নিয়ন্ত্রণ করে প্রকৃতি। আবার অনেক সময় নিজের মনও দেহকে নিয়ন্ত্রণ করতে পারে। সম্প্রতি বেজিংয়ের এক হোটেলে গণমাধ্যমের সামনে আসেন এই দাদু। তিনি বলেন, নিজেকে কখনই বয়সী ভাবা যাবে না। বয়স বাড়ার সঙ্গে এমন কাজ করতে হবে যা আগে তুমি করার সাহস পেতে না। তিনি বলেন, শরীর ফিট থাকার পেছনে যৌন আবেদন একটা ভূমিকা রাখে। Ñনিউইয়র্ক টাইমস অবলম্বনে।
×