ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছুরিকাঘাতে আনসার নিহত, গুলি ॥ এপিবিএনসহ আহত ৪

শাহজালালে যুবকের তাণ্ডব

প্রকাশিত: ০৫:৩৯, ৭ নভেম্বর ২০১৬

শাহজালালে যুবকের তাণ্ডব

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত ও এপিবিএন সদস্যসহ ৪ জন আহত হয়েছে। নিহত আনসার সদস্যের নাম সোহাগ আলী। রবিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ওই ব্যক্তির ওপর গুলি চালিয়েছে। তাকে আহত অবস্থায় আটক করা হয়েছে। ছুরিকাঘাতে আহত চারজনসহ ওই ব্যক্তিকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দর থানার ওসি নূরে আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন হামলাকারী ওই যুবকের নাম সোহাগ আলী। সে বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মীর ইউনিফর্ম পরিহিত ছিল। তাকে প্রাথমিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বিমানবন্দর সূত্রে জানা যায়, শিহাব নামের ওই যুবক যাত্রীবেশে বহির্গমন ৬ নম্বর গেট দিয়ে দোতলায় ট্যাক্সি ওয়েতে ঢুকে। সে ৩ নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করতে গেলে তাকে তখন কর্তব্যরত আনসার ও এপিবিএন সদস্যরা বাধা দিলে প্রথমেই সে ছুরি মারে সোহাগ আলীর বুকে। এতে তিনি ঘটনাস্থলেই মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় তার ছুরিকাঘাতে ২ এবিবিএন সদস্য ও ২ আনসার সদস্য আহত হয়। তবে ওই হামলাকারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রত্যেকটা গেটে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে। যাত্রীসহ সকলকে তল্লাশি করা হচ্ছে। তবে ওই হামলাকারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) মোঃ রাফিউল আলম জনকণ্ঠকে বলেন, ২১ থেকে ২২ বছর বয়সী এক যুবক ছুরি হাতে বিমানবন্দরের ৬ নম্বর টার্মিনালের সামনে এলোপাতাড়ি আঘাতের চেষ্টা করে। এ ঘটনায় এক আনসার কমপক্ষে চারজন আহত হওয়ার খবর পেয়েছি। হামলাকারী ওই যুবককে আটক করা হয়েছে। নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে কি কারণে তিনি ওই হামলা চালিয়েছেন তাও স্পষ্ট নয়। এদিকে আহতসহ আটক ওই যুবককে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি নূরে আযম। হামলাকারী ওই যুবক শিহাব বিমানবন্দরের বেসরকারী প্রতিষ্ঠান একে ট্রেডার্সের পরিচ্ছন্নতা কর্মী। এদিকে আহতসহ আটক ওই যুবককে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি নূরে আযম। হাসপাতাল সূত্র জানায়, আহতদের চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন আশিক ও জিয়াউল হক। তারা এপিবিএন ও আনসার সদস্য বলে জানিয়েছেন এয়ারপোর্ট সদস্য। ডিএমপি বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মোঃ রুহুল আমিন সাগর বলেন, ‘পূর্ব-শত্রুতা ও লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। একপক্ষ টাকা না দিয়ে বিদেশ যাচ্ছিল বলে অন্যপক্ষ তাদের বিমানবন্দরে আটকায়। বিমানবন্দরের বহির্গমনের ২ নম্বর গেটে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এমন সময় একপক্ষের লোকজন অন্যপক্ষের ব্যক্তিদের ছুরিকাঘাত করেন। এতে উভয় পক্ষের দু’জন করে মোট চারজন আহত হন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
×