ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৮:১২, ৬ নভেম্বর ২০১৬

ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আহূত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আট দফা দাবিতে আজ থেকে সারাদেশে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান এ্যান্ড ট্রান্সপোর্ট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার বিকেলে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দাবি পূরনের প্রতিশ্রুতি দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব এ প্রসঙ্গে জানান, ফলপ্রসূ বৈঠকে আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। বৈঠকে অন্যান্যের মধ্যে এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান, মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক, সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বিআরটিএ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সহসভাপতি আঃ রহিম বক্স দুদু, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান এ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব মোঃ কাউছার আহম্মেদ পলাশ উপস্থিত ছিলেন।
×