ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জরিপের তথ্য প্রকাশ ব্র্যাকের

প্রান্তিক মানুষের ন্যায় বিচার নিশ্চিত এডিআর ভূমিকা রয়েছে

প্রকাশিত: ০৮:১০, ৬ নভেম্বর ২০১৬

প্রান্তিক মানুষের ন্যায় বিচার নিশ্চিত এডিআর ভূমিকা রয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দরিদ্র ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে শুধু তালাক বা দেনমোহরজনিত দ্বন্দ্ব মীমাংসা হচ্ছে না, বরং অর্থনৈতিক সম্পৃক্ততাও বেড়েছে। শনিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এ সংক্রান্ত একটি জরিপের তথ্য প্রকাশ করেছে ব্র্যাক। অনুষ্ঠানে ‘ন্যায়বিচারের সুযোগ ও টেকসই আইন সহায়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে এ তথ্য তুলে ধরা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ও ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ব্র্যাক জরিপের সার্বিক বিশ্লেষণে দেখা যায়, পারিবারিক নির্যাতনের শিকার নারীদের অর্থনৈতিক সম্পৃক্ততা ১৩ শতাংশ থেকে বেড়ে ২২.৩ শতাংশে উন্নীত হয়েছে। এর মূল কারণ হচ্ছে সচেতনতার মাধ্যমে নিজের গুরুত্ব উপলব্ধি ও উন্নত জীবনযাপন সম্পর্কে ধারণা লাভ করা। একই সঙ্গে সুবিধাবঞ্চিত নারীরা প্রাপ্ত ক্ষতিপূরণ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সূচনা বক্তব্য রাখেন ডেইলি স্টারের স্পেশাল সাপ্লিমেন্টস এডিটর শাহনূর ওয়াহিদ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের সমন্বয়কারী এ্যান্ড্রু জেনকিন্স। অনুষ্ঠানে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী নিয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মসূচী প্রধান ব্যারিস্টার সাজেদা ফারিসা কবির। ‘মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর মূল্যায়ন : বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের সিনিয়র রিসার্চ এ্যাসোসিয়েট রুমানা আলী। এ ছাড়া ‘ন্যায়বিচারের সুযোগ ও বিশ্লেষণে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন একই বিভাগের (ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট) সিনিয়র রিসার্চ এ্যাসোসিয়েট সৈয়দা সিতওয়াত শাহেদ।
×