ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকা আসছেন

প্রকাশিত: ০৮:০৯, ৬ নভেম্বর ২০১৬

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকা আসছেন

বাংলানিউজ ॥ বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরির লক্ষ্যে আগামী বছরের শুরুরদিকে রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর আগে গত ফেব্রুয়ারিতে এশিয়া সফরের সময় ঘণ্টাখানেকের জন্য ঢাকায় যাত্রা বিরতি করেছিলেন তিনি। মাহমুদ আব্বাসের সফরের আগে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী মাসেই ঢাকায় আসবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকি। শনিবার দু’দেশের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা যায়। ফিলিস্তিনী পররাষ্ট্রমন্ত্রী আগামী ১০-১২ ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এ সময় প্রেসিডেন্ট আব্বাসের সফর নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।
×