ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানী গ্রেফতার

প্রকাশিত: ০৮:০৮, ৬ নভেম্বর ২০১৬

শ্রীনগরে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে বিদেশী বিয়ারসহ এক পাকিস্তানী নাগরিক গ্রেফতার হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছিলেন। তার গতিবধি সন্দেহজনক থাকায় শনিবার পুলিশ তাকে পাকড়াও করে। শ্রীনগর থানার ওসি মোঃ সাহিদুর রহমান জানান, মোঃ ইয়াকুব (৫৭) নামের ওই ব্যক্তি পাকিস্তানের করাচী শহরের খারদাব এলাকার ওল্ড সিটির আব্দুল লতিফের ছেলে। তিনি ২০০০ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছেন। ইতোমধ্যে তিনি বেশ কয়েকবার পাকিস্তানে যাতায়াত করেছেন। সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তার ভিসার মেয়াদ শেষ হলে তিনি বাংলাদেশে অবৈধভাবে বসবাস শুরু করেন। এরই মাঝে তিনি শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা গ্রামের হাতেম আলী মোড়লের মেয়েকে বিয়ে করেন। মূলত তিনি ঢাকায় বসবাস করলেও মাঝেমধ্যেই ভাগ্যকুল মান্দ্রা গ্রামে যাতায়াত করতেন। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় দীর্ঘদিন ধরে পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখছিল। শনিবার বিকেলে তিনি ওই গ্রামে তার শ্বশুরবাড়িতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মুক্তার হোসেনকে (২৫) গ্রেফতার করা হয় বিয়ার রাখার অপরাধে। গ্রেফারকৃত পাকিস্তানী এই নাগরিক বাংলাদেশে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ওসি ধারণা করছেন।
×