ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার ভয় পায় বলেই আমাদের ৭ নবেম্বরের সমাবেশের অনুমতি দেয়নি ॥ খালেদা

প্রকাশিত: ০৮:০২, ৬ নভেম্বর ২০১৬

সরকার ভয় পায় বলেই আমাদের ৭ নবেম্বরের সমাবেশের অনুমতি দেয়নি ॥ খালেদা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, সরকার ভয় পায় বলেই ৭ নবেম্বর আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি। আমাদের সমাবেশে জনগণ আসে। তাদের মতো টাকা-পয়সা দিয়ে লোক আনি না। আমরা গু-াপা-া দিয়ে সমাবেশ করি না। বর্তমান নির্বাচন কমিশনকে অথর্ব মন্তব্য করে তিনি আরও বলেন, শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই চলবে না। পরবর্তীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কারও কথামতো চলার জন্য নয়। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটা সবাইকে বুঝতে হবে। শুধু ক্ষমতায় থাকার জন্য সবকিছু বিকিয়ে দিয়ে কারও দিকনির্দেশনায় চলবে- তা হবে না। জাতীয়তাবাদী দল হিসেবে আমরা সেটা মেনে নিতে পারি না। তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, জনগণের জানমালের নিরাপত্তা নেই। প্রতি মুহূর্তে নারীরা, ছোট ছোট মেয়েরা নির্যাতিত হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তারা সরকারী দলেরই লোক। সরকারের মদদেই করছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। তিনি আরও বলেন, এভাবে দীর্ঘদিন চলতে পারে না। জোর করে মানুষকে ঘরে বন্দী করে রাখা যায় না। মানুষের মুখ বন্ধ করে রাখা যায় না। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়ে সময়মতো আমরা বের হব। কর্মসূচী পালন করব। দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি আজ্ঞাবহ কমিশন। সরকার যেদিকে মাথা হেলাতে বলে, এ কমিশন সেদিকেই মাথা হেলায়। যা করতে বলে সেটাই করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেনÑ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহিলা দলের সহ-সভাপতি নুরজাহান বেগম, জেবা খান ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
×