ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক নান্নু

যে কারণে বাদ পড়লেন নাসির

প্রকাশিত: ০৬:৩৩, ৬ নভেম্বর ২০১৬

যে কারণে বাদ পড়লেন নাসির

স্পোর্টস রিপোর্টার ॥ একাধারে তিন ফরমেটের ক্রিকেটেই জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করেছিলেন তরুণ অলরাউন্ডার নাসির হোসেন। শুরুর দিকে ধারাবাহিকভাবে দারুণ নৈপুণ্যও দেখাচ্ছিলেন। বিশেষ করে ২০১১ সালের শেষদিকে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও ২০১২ এশিয়া কাপে লোয়ার অর্ডারে দারুণ ব্যাটিং করে দলকে জয়ও পাইয়ে দিয়েছিলেন দুয়েকটি ম্যাচে। নাম পেয়ে গিয়েছিলেন ‘মিস্টার ফিনিশার।’ তবে সুসময় ফুরিয়ে যেতে সময় লাগেনি নাসিরের। প্রায় দুই বছর ধরেই দলে অনিয়মিত তিনি। স্কোয়াডে থাকলেও একাদশে খেলার সুযোগ হয়নি। আর এবার আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ২২ সদস্যের প্রাথমিক দল থেকেও বাদ পড়লেন তিনি। ৯ জনের যে স্ট্যান্ডবাই তালিকা সেখানে আছে নাম। তাই কন্ডিশনিং ক্যাম্পের জন্য আগামী মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়াতেও যাওয়া হচ্ছে না তার। নাসিরের এভাবে ছিটকে পড়ার ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি দাবি করেছেন নাসিরের পজিশনে ক্রিকেটারের আধিক্য থাকা এবং তুলনায় অন্যদের চেয়ে সামর্থ্যে পিছিয়ে থাকার কারণেই বাদ দেয়া হয়েছে নাসিরকে। আইসিসির নতুন দায়িত্বে বুলবুল স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক এই নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসছেন। ২০০২ সালে খেলা ছাড়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) যোগ দেন বুলবুল নামে সমধিক পরিচিত এই সাবেক ব্যাটসম্যান। সেখানে টানা কাজ করে যান। ২০১৫ সালে এসিসি বিলুপ্ত হয়। তারপর ডেভেলপমেন্ট অফিসার হিসেবে সরাসরি আইসিসির সঙ্গে জড়িয়ে যান। ক্রিকেটে উন্নয়নশীল দেশগুলোর কাছে ৪৮ বছর বয়সী বুলবুল সমীহ জাগানো এক কোচ। তাদের উন্নতিতে দারুণ ভূমিকা তার। চীনের ক্রিকেটকে জনপ্রিয় করতে কাজ করেছেন তিনি। তাদের দিয়েছেন ক্রিকেটের পাঠ। কাজ করছেন ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তাইওয়ানেও। বুলবুল ইতিহাসে আলাদা জায়গা করে আছেন নানা কারণে। ১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে বাংলাদেশ। বুলবুল ছিলেন অধিনায়ক। ২০০০ সালে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। দেশের অভিষেক টেস্টেই ভারতের বিপক্ষে ১৪৫ রানে ঐতিহাসিক এক ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লেখান সাবেক টাইগার তারকা। অ-১৯ জাতীয় ফুটবল দলের ট্রায়াল স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ ২০১৮ কোয়ালিফায়ার্স’ এবং ‘সাফ অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ ২০১৭’-এ বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম আগামী রবি ও সোমবার সকাল ৮টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলোয়াড় বাছাই কার্যক্রমে বিকেএসপি, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ এবং গত ২০১৫ সালের পাইওনিয়ার লীগ থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে অ-১৯ বয়সের (জন্ম তারিখ ০১-০১-১৯৯৯ ইং-এর পরে) খেলোয়াড়রা অংশ নেবে।
×