ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আছেন মেসি, রোনাল্ডো, বেল, নেইমার, সুয়ারেজ

ফিফা বর্ষসেরার তালিকায় ২৩ ফুটবলার

প্রকাশিত: ০৬:৩২, ৬ নভেম্বর ২০১৬

ফিফা বর্ষসেরার তালিকায় ২৩ ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের তালিকাটা আরও সংক্ষিপ্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার কোন চমক ছাড়াই ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। তালিকায় যথারীতি জায়গা করে নিয়েছেন বার্সিলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত কয়েক বছর ধরে মূলত এই দুই তারকাই রাজত্ব করছেন ফুটবল বিশ্বে। গত একদশকেই বিশ্বসেরা হওয়া এই দুই তারকার পাশাপাশি এবার উঠে এসেছে আরও কয়েকটি আলোচিত নাম। আর তারা হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বরেকর্ডধারী চুক্তিভুক্ত খেলোয়াড় পল পোগবা এবং এ্যাটলেটিকো মাদ্রিদের ফ্রেঞ্চ স্ট্রাইকার এ্যান্টোনিও গ্রিজম্যান। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া লিচেস্টার সিটির চেলসি থেকে আসা মিডফিল্ডার এন’গোলো কান্টের পাশাপাশি রিয়াদ মাহরেজ ও জেমি ভার্ডি এবং ওয়েস্টহ্যামের ফ্রেঞ্চ স্ট্রাইকার দিমিত্রি পায়েতও আছেন। মেসির সাথে বার্সিলোনার অপর দুই তারকা লুইস সুয়ারেজ ও নেইমারতো আছেনই। তবে সবাইকে পিছনে ফেলে এবারও ফেবারিটের তকমা ইতোমধ্যেই গায়ে লাগিয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রশ্চিয়ানো রোনাল্ডো। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে দ্বিতীয়বারের মতো নিজেকে রিয়ালের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এরপর ইউরোতে পর্তুগালকেও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল সবার ওপরে। রোনাল্ডোর ক্লাব সতীর্থ গ্যারেথ বেলও অবশ্য আছেন এই তালিকায়। ইউরোর সেমিফাইনালে ওয়েলসকে নিয়ে যাবার অন্যতম দাবিদার তো তিনিই। তবে সেমিতে পর্তুগালের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল ওয়েলসকে। আগামী ৯ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করবে। একই সঙ্গে বছরের সেরা কোচকেও পুরস্কৃত করা হবে। এই তালিকায় ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেজিন জিদান বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা ॥ সার্জিও এ্যাগুয়েরো (আর্জেন্টিনা, ম্যানসিটি), গ্যারেথ বেল (ওয়েলস, রিয়াল মাদ্রিদ), জিয়ানলুইজি বুফন (ইতালি, জুভেন্টাস), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম, ম্যানসিটি), এ্যান্টোনিও গ্রিজম্যান (ফ্রান্স, এ্যাটলেটিকো মাদ্রিদ), জøাতান ইব্রাহিমোভিচ (সুইডেন, ম্যানইউ), টনি ক্রুস (জার্মানি, রিয়াল মাদ্রিদ), রবার্ট লেভানডোস্কি (পোল্যান্ড, বেয়ার্ন মিউনিখ), রিয়াদ মাহরেজ (আলজেরিয়া, লিচেস্টার সিটি), লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সিলোনা), লুকা মদরিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ), ম্যানুয়েল নিউয়ের (জার্মানি, বেয়ার্ন মিউনিখ), নেইমার (ব্রাজিল, বার্সিলোনা), দিমিত্রি পায়েত (ফ্রান্স, ওয়েস্টহ্যাম ইউনাইটেড), পল পোগবা (ফ্রান্স, ম্যানইউ), এ্যালেক্সিস সানচেজ (আর্সেনাল, চিলি), সার্জিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ), লুইস সুয়ারেজ (উরুগুয়ে, বার্সিলোনা), জেমি ভার্ডি (ইংল্যান্ড, লিচেস্টার সিটি), আর্তুরো ভিদাল (চিলি, বেয়ার্ন মিউনিখ), এন’গোলো কান্টে (ফ্রান্স, লিচেস্টার সিটি), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন, বার্সিলোনা)।
×