ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিপিএল খেলে টি২০তে ফিরতে চান মুমিনুল

প্রকাশিত: ০৬:২৯, ৬ নভেম্বর ২০১৬

বিপিএল খেলে টি২০তে ফিরতে চান মুমিনুল

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে ও টি২০ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন। তবে গড়পড়তা নৈপুণ্য দেখানোর কারণে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন গত বছরের শুরুতে ওয়ানডে বিশ্বকাপ শেষেই। আর টি২০ খেলেছেন সর্বশেষ ২০১৪ সালের এপ্রিলে। এ সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে দারুণ সফল হয়েছেন বাঁহাতি টপঅর্ডার মুমিনুল হক সৌরভ। এমনকি টানা ১১ টেস্টে অর্ধশতাধিক রানের ইনিংস খেলে বিরল রেকর্ডও গড়েছেন। সে কারণে ‘টেস্ট স্পেশালিস্ট’ তকমাটা সেঁটে গেছে মুমিনুলের সঙ্গে। টেস্ট ক্রিকেটে এখনও নিয়মিত আছে অপরিহার্য ব্যাটসম্যান হিসেবে। দীর্ঘদিন পর আবার ক্ষুদ্রতম ফরমেট টি২০ ক্রিকেটে নামার সুযোগ ২৫ বছর বয়সী এ তারকার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে খেলবেন তিনি। ক্ষুদ্রতম ফরমেটে নিজেকে মানিয়ে নেয়া বড় চ্যালেঞ্জ তারজন্য। কিন্তু মুমিনুল দাবি করলেন নিজেকে প্রমাণ করার আর কিছুই নেই। সামর্থ্য অনুসারে চেষ্টা করবেন নিজেকে মেলে ধরার। মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন তিনি। ২০১২ সালের ৩০ নবেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ানডে অভিষেক ঘটেছিল মুমিনুলের। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত সবমিলিয়ে ২৬ ওয়ানডে খেলেছেন তিনি। তবে প্রথম ফিফটি পেতে অপেক্ষা করতে হয়েছে ১৪ ম্যাচ। এরপর ক্যারিয়ারের ১৬ ও ১৭তম ম্যাচেও ফিফটি হাঁকিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজের সামর্থ্য ও যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। তবে এরপর টানা ৮ ম্যাচে আর বড় কোন ইনিংস খেলতে পারেননি ব্যর্থ মুমিনুল। সবমিলিয়ে ২৬ ওয়ানডে খেলে ২৩.৬০ গড়ে ৫৪৩ রান করেছেন। ২০১২ সালের ১০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মিরপুরে টি২০ ম্যাচেও অভিষেক ঘটে তার। কিন্তু ব্যাট হাতে নামার সুযোগ হয়নি। এরপর আরও ৫ টি২০ খেললেও তেমন কোন ভাল ইনিংস উপহার দিতে পারেননি। এর মধ্যেই ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কা সফরে গলে টেস্ট অভিষেক ঘটে তার। রঙ্গিন পোশাকের ক্রিকেটে তেমন ঝলমলে নৈপুণ্য দেখাতে না পারলেও সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকেই ৫৫ রানের একটি জ্বলজ্বলে ইনিংস উপহার দেন তিনি। আর ক্রমাগতই টেস্ট ক্রিকেটে দারুণ সব ইনিংস খেলে বাংলাদেশের ‘লিটল মাস্টার’ নামটাও কামিয়ে ফেলেন। তখন থেকেই তাকে বলা হয় টেস্ট স্পেশালিস্ট। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘এটা পুরো প্রাকৃতিক, আল্লাহ প্রদত্ত, এই জিনিসটা আপনার হাতে নাই। আমার কাছে মনে হয় না আমার সামর্থ্য নেই, আমার সামর্থ্য আছে। তবে হয়তো আমি একটু ওয়ানডে কম খেলি এজন্য এটা লেগে আছে। আমি যদি বিপিএল টিপিএল সব জায়গায় পারফর্ম করি তাহলে একটা সময় আমাকে নিতে বাধ্য হবে। সবকিছুর উর্ধে পারফর্মেন্স, ওয়ানডে, টি২০, বিপিএল বলেন, টেস্ট বলেন সব জায়গায় পারফর্ম করলে আমি আমার জায়গায় চলে আসব।’ এবার বিপিএলে দীর্ঘদিন পর আবার নিজেকে প্রমাণের সুযোগ মুমিনুলের। ৬টি আন্তর্জাতিক টি২০ খেলে ২০.০০ গড়ে মাত্র ৬০ রান করেছেন। এ কারণেই তাকে নিয়ে এমন কথা উঠে আসছে। তবে তিনি এ বিষয়ে বলেন, ‘আসলে আমার কোন চাপ নেই, আমার হারানোর কিছু নেই। আপনারা সবাই জানেন আমি টেস্ট খেলোয়াড়, তাই আমার হারাবার কিছু নেই, আর প্রমাণ করারও কিছু নেই। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করার চেষ্টা করব। আমি যে সংস্করণেই খেলি আমার বিশ্বাস আছে, আমি সেই বিশ্বাস নিয়েই খেলব। আমি শুধু আমার সামর্থ্য প্রমাণ করার চেষ্টা করব। আপনি যদি চিন্তা করেন আমি পরের বিপিএল খেলব তাহলে ৪০ বা ৫০ ভাগ সফল হবেন। আর আপনি যদি চিন্তা করেন আমি অনেকদিন ধরে খেলব, আমি বাংলাদেশ দলে খেলব, আপনার যদি বড় লক্ষ্য থাকে, কিছু অর্জন করার থাকে তাহলে ওইটা ওইভাবে কাজ করবে।’ পিডব্লিউডি-মুক্ত বিহঙ্গের বড় জয় গ্রিন ডেল্টা হকি লীগ স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগে’ বড় জয় কুড়িয়ে নিয়েছে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব এবং মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত শনিবারের প্রথম খেলায় পিডব্লিউডি ৮-০ গোলে শিশু-কিশোর সংঘকে হারায়। জয়ী দলের মারজান হ্যাটট্রিকসহ একাই করেন ৫ গোল। এছাড়া ১টি করে গোল করেন মানিক, আনাস ও ফরিদুল। দ্বিতীয় খেলায় মুক্ত বিহঙ্গ ৬-০ গোলে বর্ণক সমাজকে হারায়। জয়ী দলের মোঃ সিহাব হ্যাটট্রিক করেন। এছাড়া ১টি করে গোল করেন বাচ্চু গাজী, মোস্তাফিজুর রহমান এবং কায়েস মাহমুদ আপন।
×