ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হারানো পরমাণু বোমার সন্ধান!

প্রকাশিত: ০৬:০৪, ৬ নভেম্বর ২০১৬

হারানো পরমাণু বোমার সন্ধান!

স্নায়ুযুদ্ধের সময় কানাডার ব্রিটিশ কলাম্বিয়া উপকূলের অদূরে বিধ্বস্ত হয় মার্কিন বি-৩৬ বোমারু বিমান। এ সময় হারিয়ে যায় পরমাণু বোমা ‘মার্ক ফোর’। এক ডুবুরি দাবি করেছেন, তিনি এই বোমার সন্ধান পেয়েছেন। এই দাবি খতিয়ে দেখতে মাঠে নামতে যাচ্ছে কানাডীয় নৌবাহিনী। ডুবুরি সিয়ান স্মিরিচিনস্কি ব্রিটিশ কলাম্বিয়া উপকূলের ৮০ কিলোমিটার দূরে দ্বীফ হাইডা জিওয়াইয়ের কাছে তার দিনের কাজ শেষ করছিলেন। এমন সময় তিনি ওই দুর্ঘটনার ধ্বংসাবশেষ দেখে হতচকিত হয়ে ওঠেন। তিনি সিবিসিকে বলেন, ‘আমি পরবর্তী দিনের জন্য খাবার হিসেবে মাছ খুঁজছিলাম এবং ডুব দিয়ে আমার নৌকা থেকে কিছুটা দূরে সুন্দর একটা জিনিস অনুভব করলাম। আমি এমনই একটা জিনিস পেলাম যা ইতোপূর্বে কখনও দেখিনি।’ সিয়ান জানান, এটি আকারে বিশাল। অন্তত ১২ ফুট দীর্ঘ। তিনি বিষয়টি তার নাবিককে জানান। এরপর তিনি আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে শুরু করেন, এই বিস্ময়কর বস্তু কেউ কখনও আগে দেখেছে কি না। সিয়ান ভ্যানকুভার সানকে বলেন, ‘কেউ ইতোপূর্বে এটিকে দেখেওনি এবং এর কথা শোনেওনি।’ এরপর কিছু বৃদ্ধ লোক বলেন, ‘ওহ তুমি হয়ত ওই বোমা খুঁজে পেয়েছ। ১৯৫০ সালে ১৩ ফেব্রুয়ারি মার্কিন বিমান বাহিনীর ফ্লাইট বি-৩৬ এর প্রশিক্ষণের সময় প্রশান্ত মহাসাগরে দুর্ঘটনায় পাঁচ টন ওজনের এই পরমাণু বোমাটি হারিয়ে গিয়েছিল। কানাডার সশস্ত্র বাহিনী শুক্রবার জানায়, বস্তুটি পরীক্ষা করতে আসছে সপ্তাহে নৌবাহিনীর জাহাজ পাঠানো হবে। -গার্ডিয়ান
×