ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাকঘরের পাশে কুমির

প্রকাশিত: ০৬:০৪, ৬ নভেম্বর ২০১৬

ডাকঘরের পাশে কুমির

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ডাকঘরের পাশে কুমির ঘোরাফেরা করছিল। ডাকঘরটির পাশেই আবার কিছু মানুষের বসবাস। ভাগ্যিস কুমিরটির সামনে পড়েনি কোন লোক। কুমির দেখে পোস্ট অফিস থেকে ফোন যায় পুলিশের কাছে। মেক্সিকো বিচ পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চার ফুট লম্বা কুমিরটিকে আটক করে। তারা এর ছবি ফেসবুকে শেয়ারও করে। পুলিশ জানায়, এটি এক বাসিন্দার ঘরের পেছনে বসে ছিল। এরপর তারা এটিকে ধরে ফেলে। ততক্ষণে কুমিরটি ছুটতে ভালই লড়াই চালায় এবং নিস্তেজ হয়ে পড়ে। এরপর স্টেথোস্কপ দিয়ে এর হার্টবিট পরীক্ষা করা হয়। স্থানীয় এক পরিবার শিশুদের দিয়ে কুমিরটিকে মুরগি খাওয়ায়। এরপর কুমিরটিকে ফ্লোরিডা ফিশ এ্যান্ড ওয়াইল্ডলাইফ কমিশনে (এফডব্লিউসি) দিয়ে দেয়া হয়। কুমিরটি আসলে ডাকঘরের পাশে খাবারের সন্ধানে ছুটে গিয়েছিল। কর্মকর্তারা জানান, এফডাব্লিউসি পরে কুমিরটিকে আবাসিক এলাকা থেকে নিরাপদ দূরত্বে ছেড়ে দেয়।- ইফপিআই
×