ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বংশালে প্রেমের কারণে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:০৪, ৬ নভেম্বর ২০১৬

বংশালে প্রেমের কারণে কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বংশালে প্রেমের কারণে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গুলশানে একটি রিক্রুটিং এজেন্সির কার্যালয় থেকে এক কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্র থেকে এ সব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, পুরান ঢাকার বংশালে চাঁদনী আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। নিহত চাঁদনী কবি নজরুল সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। তার বাবার নাম মোঃ শাহজাহান। নিহতের পরিবার সদস্যদের বরাত দিয়ে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার বিকেলে বংশাল লেনের একটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো চাঁদনী আক্তারের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, মামাত ভাইয়ের সঙ্গে চাঁদনীর প্রেমের সম্পর্ক ছিল। গত রাতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এ নিয়ে মোবাইলে তাদের ঝগড়া হয়। এরই জের ধরে রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে চাঁদনী আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। অফিস থেকে লাশ উদ্ধার ॥ রাজধানীর গুলশানে একটি রিক্রুটিং এজেন্সির কার্যালয় থেকে মোঃ মকবুল হোসেন (৫২) নামে এক কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে গুলশান ১ এর ১৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাসার তৃতীয় তলার ওই রিক্রুটিং এজেন্সির অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মকবুল হোসেনের লাশ উদ্ধার পর সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণী ও অফিসের পিয়নকে আটক করা হয়েছে। এস আই নুরুল ইসলাম জানিয়েছেন, মকবুল গত একমাস ধরে ওই অফিসের কর্মকর্তা ছিলেন। তিনি ওই এজেন্সির হয়ে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। শুক্রবার রাতের খাবার খেয়ে অফিসেই ঘুমিয়েছিলেন। সকালে কর্মচারীরা এসে দেখেন তিনি ঘুম থেকে উঠছেন না। এর কিছুক্ষণ পর তারা এসে দেখেন মকবুল মেঝেতে পড়ে আছেন। এরপরই পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মকবুলের লাশ উদ্ধার করে। ঘটনার সময় ওই অফিসে একজন পিয়ন ও আরেক তরুণী ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নিহত মকবুল হৃদরোগে ভুগছিলেন। তার রক্তনালীতে তিনটি রিং পরানো ছিল বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছেন। ওই বাসা থেকে বেশ কিছু উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে।
×