ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলোকচিত্র প্রদর্শনী চালু থাকবে কাল পর্যন্ত

প্রকাশিত: ০৬:০৩, ৬ নভেম্বর ২০১৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলোকচিত্র প্রদর্শনী চালু থাকবে কাল পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥ দর্শনার্থীদের কথা চিন্তা করে আজ ও আগামীকাল রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরের বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার জীবন নিয়ে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী চালু রাখা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। শনিবার বিকেলে তিনি জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারটি পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে গত শুক্রবার দুপুর একটা থেকে শনিবার সারাদিন পূর্ব নির্ধারিত এ প্রদর্শনীটি বন্ধ রাখা হয়। শনিবার প্রধানমন্ত্রী কারাগারটির অভ্যন্তরে অবস্থিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘরসহ আলোকচিত্র প্রদর্শনীটি ঘুরে দেখেন। প্রদর্শনীতে মোট ১৪৫টি দুর্লভ ছবি প্রদর্শিত হয়। কারাসূত্র জানায়, প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কারা কর্তৃপক্ষ আগ্রহী দর্শনার্থীদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়। তবে এ প্রদর্শনীতে পূর্বের সকল নিয়ম ঠিক থাকলেও সময় পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত সর্বসাধারণ এ কারাগারটিতে প্রবেশের সুযোগ পাবেন। কারা অধিদফতরের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নির সহায়তায় দেশে প্রথমবারের মতো কারাঅভ্যন্তরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটি ১ নবেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উদ্বোধন করেন। তবে গত বুধবার থেকে সর্বসাধারণের জন্য তা খুলে দেয়া হয়। প্রদর্শনীতে প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রদর্শনীর অর্জিত অর্থ দেশের ১৩টি কেন্দ্রীয় কারাগারে আটক নারী বন্দীর সঙ্গে থাকা শিশু সন্তানদের খেলনা ও বিনোদন সামগ্রী ক্রয়ে ব্যবহার করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় দশ হাজার টিকেট বিক্রয় হয়। এছাড়া প্রায় ৪ হাজার শিশু এ কারাগারটি পরিদর্শন ও প্রদর্শনীতে অংশ নেয়।
×