ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৃষ্টির বাগড়ায় পিছিয়ে মঙ্গলবার থেকে বিপিএল

প্রকাশিত: ০৫:৫৬, ৬ নভেম্বর ২০১৬

বৃষ্টির বাগড়ায় পিছিয়ে মঙ্গলবার থেকে বিপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ এতক্ষণে দুইদিনে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চারটি ম্যাচ হয়ে যাওয়ার কথা। আজ হওয়ার কথা আরও দুটি ম্যাচ। অথচ হচ্ছে না একটিও। বিপিএলে যে ক্রিকেটাররা নন, খেলছে বৃষ্টি! বৃষ্টি এমনভাবে গুঁড়িগুঁড়ি ঝরছে যে তাতে করে বিপিএল গবর্নিং কাউন্সিল নতুন করে আবার বিপিএল শুরু করতে বাধ্য হচ্ছে। সেই শুরু মঙ্গলবার হবেও। মঙ্গলবার থেকে যে সূচী ছিল, যাদের ম্যাচ ছিল; সেই অনুযায়ীই খেলা চলবে। আর আজ পর্যন্ত যে ছয়টি ম্যাচ হওয়ার কথা ছিল, সেগুলো বিরতির দিনগুলোতে অনুষ্ঠিত হবে। সেই সিদ্ধান্ত নেয়া হয়। আর তাতেই বাধল ঝামেলা। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে পুনরায় ম্যাচ খেলতে রাজি নয়। মঙ্গলবার তাই প্রথম ম্যাচে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস লড়াই করবে। সূচী অনুযায়ী সব ম্যাচ হবে। ৯ ডিসেম্বর সূচী অনুযায়ীই টুর্নামেন্টও শেষ হবে। ১০ নবেম্বর, ১৪, ১৫ ও ১৬ নবেম্বর এবং ২৩ ও ২৪ নবেম্বর যে বিপিএলে কোন ম্যাচ নেই, এ দিনগুলোতে আজ পর্যন্ত না হওয়া ম্যাচগুলো হবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস, রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স, বরিশাল বুলস-চিটাগং ভাইকিংস, কুমিল্লা-ঢাকা ডায়নামাইটস, রংপুর-রাজশাহী ও বরিশাল-খুলনা ম্যাচগুলো হয়নি। সেগুলো বিরতিতে অনুষ্ঠিত হবে। বিপিএল গবর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত এমনই। তবে সেই সিদ্ধান্ত অন্য দলগুলো মানলেও কুমিল্লা মানেনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল জানান, ‘এটা অন্যায়। আমরা মানি না। পুনরায় ম্যাচ খেলব না।’ শনিবার পর্যন্ত কুমিল্লারই দুটি ম্যাচ ছিল। সেই ম্যাচগুলো বৃষ্টির জন্য হতে পারেনি। বৃষ্টিতে খেলা না হলে ম্যাচ পরিত্যক্ত হবে। পয়েন্ট ভাগাভাগি হবে। সেই পয়েন্টই এখন চান নাফিসা কামাল। বলেছেন, ‘আমরা দুটি ম্যাচেরই পয়েন্ট চাই।’ বিপিএল গবর্নিং কাউন্সিল এখন কী করবে? কিভাবে এ সমস্যার সমাধান করবে? সেটিই এখন দেখার বিষয়। রাত ৮টায় কুমিল্লার মালিক নাফিসা কামাল নিজের সিদ্ধান্ত জানান। এর আগেই সন্ধ্যায় নতুন করে মঙ্গলবার থেকে বিপিএল আবার শুরু করার সিদ্ধান্তের কথা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বলেছেন, ‘আমরা এখানে আসার আগে একটা সভা করেছি। মিটিং সবগুলো ফ্র্যাঞ্চাজির পক্ষের লোক ছিল। বোর্ড সভাপতি ওখানে উপস্থিত ছিলেন। সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছে। আমরা আবহাওয়া অধিদফতর থেকে যে রিপোর্টটা এনেছি, বৃষ্টি আরও দুই একদিন কন্টিনিউ করবে। এখনও পর্যন্ত মাঠে বল গড়ায়নি। সকালে বিপিএল গবর্নিং কাউন্সিলরের সভাতে সিদ্ধান্ত নেয়া হয় আজকের খেলা (শনিবার) এবং আগামীকালকের (রবিবার) খেলাগুলো আমরা পিছিয়ে দেব। গতকাল (শুক্রবার) দুটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছি। এখন আমার পুনরায় বিপিএল শুরু করতে চাচ্ছি আট তারিখ থেকে। এখানে বডিলি শিফট হচ্ছে না। যে ফিকশ্চার আছে সেই অনুযায়ীই হবে। ওই ম্যাচটাকে যদি প্রথম ম্যাচ ধরা হয় সেক্ষেত্রে হয়তো কুমিল্লার ম্যাচটা আগে চলে আসবে। এই একটাই পরিবর্তন আছে।’ সঙ্গে যোগ করেন, ‘আপনারা জানেন আমাদের সূচীর মাঝে কিছু কিছু গ্যাপ আছে। ওটা আমরা রেখেছিলাম উইকেটের বিশ্রামের জন্য। ৫ ও ৬ তারিখের খেলা আমরা এই দুইটা জায়গায় পূরণ করব। গতকাল যে দুইটা ম্যাচ হয়নি, আমাদের বাইলজ অনুযায়ী আমাদের ফ্র্যাঞ্চাইজিরা যদি রাজি থাকে তাহলে পুনরায় শুরু হবে। অলরেডি আমরা তাদের সময় দিয়েছি। আজকে (শনিবার) রাত দশটার মধ্যে তাদের আমাদের জানানোর কথা। তারা সভাতে আমাদের সঙ্গে একমত পোষণ করে গেছেন। প্রতিনিধিরা তাদের মালিকের সঙ্গে আলাপ করে আমাদের জানাবে। রংপুর ও খুলনা আমাদের সঙ্গে একমত পোষণ করে গেছেন আমার জানা মতে। শুধু কুমিল্লা এবং রাজশাহীর মতামত আমরা এখনও পাইনি। এটা পেয়ে গেলে আমরা পুনরায় মাঠে গড়ানোর আয়োজন করব। আমরা সবাই বসে ফিকশ্চারটা পুনরায় সেট করছি, আমাদের যে গ্যাপ আছে। এমনও হতে পারে একদিনে আমরা তিনটা ম্যাচও খেলাতে পারি। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা হয়তো দশটায় শুরু করতে পারি। দুইটা করে ম্যাচ রাখলে আমাদের আরও একটাদিন দরকার হতে পারে। সেক্ষেত্রে চট্টগ্রামে আমাদের একটাদিন আছে। ২০ তারিখ। দিনটা আমরা ব্যবহার করতে পারি। প্রথম তিনটাদিনে যে ম্যাচগুলো ছিল সেগুলো বাতিল করা যাবেই না। এখানে আমাদের অনেকগুলো ইস্যু আছে। ব্রডকাস্টার ইস্যু আছে। স্পন্সর আছে। সবকিছু মিলিয়ে বাতিল করাটা কঠিন। আমরা বাইলজের মধ্যে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।’ কিন্তু সেই সিদ্ধান্ত মানতে রাজি নয় কুমিল্লা। আর কুমিল্লা রাজি না হলে বাধবে ঝামেলা। সেই ঝামেলাতো বৃষ্টিই বাধিয়ে দিল!
×