ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় মন্দিরে আগুন, যুবক হাতেনাতে আটক

প্রকাশিত: ০৫:৫৬, ৬ নভেম্বর ২০১৬

নেত্রকোনায় মন্দিরে আগুন, যুবক হাতেনাতে আটক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ নবেম্বর ॥ জেলা শহরের সাতপাই এলাকার একটি কালী মন্দিরে আগুন দেয়ার সময় জনতা এক দুর্বৃত্তকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে। তার নাম সুমন ইসলাম (৪০)। বাবার নাম নূরুল ইসলাম। বাড়ি নরসিংদীর রায়পুরার সিংড়াতুলি গ্রামে। মন্দির কমিটির সভাপতি ভজন দাস জানান, শনিবার ভোরে একদল দুর্বৃত্ত সাতপাই নদীর পাড়ে অবস্থিত একতা সংঘের সর্বজনীন কালী মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এ সময় পাশের রাস্তা দিয়ে প্রাইভেট পড়তে যাবার পথে এক শিক্ষার্থী ঘটনাটি দেখতে পেয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ সরকার যিশুকে ডেকে জানায়। পরে অনিমেষ সরকার যিশুসহ স্থানীয়রা তাৎক্ষণিক দৌড়ে গিয়ে সুমন ইসলাম নামে এক দুর্বৃত্তকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় অপর ৩-৪ জন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সুমন ইসলামকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়। দুর্বৃত্তরা মন্দিরের মহাদেব মূর্তির একটি হাত এবং কালী মূর্তির মাথার চূড়া ভেঙ্গে ফেলেছে। এছাড়া তাদের দেয়া আগুনে মহাদেব মূর্তির চুল এবং একটি কাপড়ের পর্দা পুড়ে গেছে। এদিকে আটক সুমন ইসলাম সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে অকপটে ঘটনার দায় স্বীকার করে বলেছে, ‘দ্বীনের দাওয়াত এবং আখেরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে সে মাসখানের আগে বাড়ি ছাড়ে। বাড়িতে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে’। এ ব্যাপারে একতা সংঘের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার যিশু থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এদিকে এর দু’দিন আগে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সাকুয়া ইন্দ্রপুর গ্রামের স্কুল শিক্ষক পরিচয় তালুকদারের বাড়ির পারিবারিক কালী মন্দিরের মূর্তি ভাংচুর করে। এছাড়াও দুর্বৃত্তরা ওই বাড়ির তুলসীতলার চারটি তুলসি গাছ উপড়ে ফেলে এবং পারিবারিক শ্মশানের চারটি বেদি গুঁড়িয়ে দেয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেত্রকোনা জেলা শাখা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
×