ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আপত্তিকর বক্তব্যের প্রমাণ পেলে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:৫৪, ৬ নভেম্বর ২০১৬

আপত্তিকর বক্তব্যের প্রমাণ পেলে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার পর সংখ্যালঘুদের নিয়ে কোন আপত্তিকর বক্তব্যের প্রমাণ পেলে প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির দাবি, এ হামলা বিএনপি-জামায়াত জোটের দীর্ঘদিনের চক্রান্তের ফসল। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে সবদিক থেকে এগিয়ে যাচ্ছে তখন তা সহ্য করতে না পেরে তারা এসব ষড়যন্ত্র করছে। শনিবার ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, প্রাণীসম্পদমন্ত্রী (ছায়েদুল হক) এলাকায় অনেক জনপ্রিয়। তিনি ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর মতো একজন প্রবীণ রাজনীতিবিদ এ ধরনের শব্দ ব্যবহার করবেন- এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমরা এটা মানতে পারছি না। তারপরও যদি কারও কাছে কোন প্রমাণ থাকে তাহলে আমাদের দিন। সত্যি সত্যি যদি তিনি এ ধরনের কথা বলে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। নাসিরনগরের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এ হামলা বিএনপি-জামায়াতের দীর্ঘদিনের চক্রান্তের ফসল। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন তা সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করছে। বিগত আট বছরে শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। বিএনপি-জামায়াতের মাথাব্যথার কারণই হচ্ছে এই উন্নয়ন। তারা সর্বশেষ পন্থা হিসেবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে এ হামলা চালিয়েছে। নাসিরনগর হামলায় আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদের বক্তব্যের জবাবে হানিফ বলেন, হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে ২০০১ সালে ভোলার চরফ্যাশনে সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা হয়েছিল। তার মতো একজন লোককে নাসিরনগরে পাঠিয়ে বিএনপি হিন্দুদের সঙ্গে উপহাস করেছে। সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
×