ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৯, ৬ নভেম্বর ২০১৬

টুকরো খবর

ভূমি নীতিমালা লঙ্ঘন করে নওগাঁয় হিমাগার নির্মাণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ নবেম্বর ॥ তিন ফসলি জমি নষ্ট করে মান্দায় বাণিজ্যিকভাবে নির্মাণ করা হচ্ছে হিমাগার। হিমাগারটি নির্মাণে সরকারের ভূমি ব্যবহার নীতিমালা লঙ্ঘন করায় কাজটি বন্ধের নির্দেশ দিয়েছে মান্দা উপজেলা ভূমি প্রশাসন। কিন্তু থামছে না শিল্পপতির অবৈধ এ হিমাগার নির্মাণের কাজ। অবশেষে ওই সম্পত্তির খারিজ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে উপজেলা ভূমি অফিস। সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আল জানান, কৃষি জমির শ্রেণী পরিবর্তন না করেই অবৈধভাবে তামান্না কোল্ড স্টোরেজের নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়েছে। কাজটি বন্ধের জন্য কয়েকদফা চিঠি দেয়া হলেও তার কর্ণপাত করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য খারিজ বাতিলের মিসকেস করা হয়েছে। ভূমি ব্যবহার নীতিমালায় উল্লেখ রয়েছে, উর্বর কৃষি জমি যেখানে দুই বা ততোধিক ফসল ফলে বা এমন জমি যা এরূপ ফসল উৎপাদনের জন্য সম্ভাবনাময় তা কোনক্রমেই অকৃষি কাজের জন্য যেমন ব্যক্তিমালিকানাধীন নির্মাণ, গৃহায়ন, ইটভাঁটি তৈরি ইত্যাদির কাজে ব্যবহার করা যাবে না। স্থানীয়রা জানান, গত বোরো মৌসুমের শেষদিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের তেলিপাড়া মৌজায় দুই দশমিক ২৭২৫ একর ধানী জমি তামান্না কোল্ড স্টোরেজের নামে ক্রয় করা হয়। হিউম্যান রাইটস রাজশাহী অঞ্চলের গভর্নর আবুল হোসেন জমির মালিকানা দেন ছেলে তাসনিম হোসেনের নামে। স্থানীয়দের অভিযোগ, জমি কেনার পর আধাপাকা ধান নষ্ট করে মাটি ভরাটের কাজ শুরু করে তারা। ৩৩১ যানবাহনের লাইসেন্স বাতিল স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ১০ বছর ধরে ফিটনেস সার্টিফিকেট না নেওয়ায় যশোরে তিনশ’ ৩১টি যানবাহনের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি এসব লাইসেন্স বাতিল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর সার্কেল। বিআরটিএ’র সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, সব গাড়ি ফিটনেসের আওতায় আনতে আমরা বাস-ট্রাক মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। একাধিকবার নোটিস দিয়েছি। অবশেষে ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হয়েছে। তবে, ১০ বছরের বেশি ফিটনেস সার্টিফিকেট না থাকায় গত ৩১ অক্টোবর তিনশ’ ৩১ যানবাহনের লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়াও ওইসব যানবাহনের বিরুদ্ধে আইনগত সব প্রক্রিয়া চলমান। জানা যায়, বিআরটিএ যশোর সার্কেল থেকে যশোর ও নড়াইল জেলার মোটরসাইকেল, বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, জিপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট দেয়া হয়। জন্মলগ থেকে প্রতিষ্ঠানটি ১০ হাজারের বেশি যানবাহনের লাইনেন্স দেয়। তবে নিবন্ধিত গাড়ির প্রতিবছর ফিটনেন্স লাইসেন্স নেয়া বিধান থাকলেও এসব যানবাহনের একটি বড় অংশ বছরের পর বছর ফিটনেন্স সার্টিফিকেট নেয় না। বখাটে যুবকের দ- নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ নবেম্বর ॥ নালিতাবাড়ীতে কিশোরী মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি দায়ে শরিফুল ইসলাম সজিব (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ওই দ- প্রদান করেন। জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের নামা ছিটপাড়া মহল্লার রফিকুল ইসলাম সানার ছেলে শরিফুল ইসলাম সজিব শনিবার সকাল ১০টার দিকে কলসপাড় ইউনিয়নে পাঁচগাঁও বাজার এলাকায় যায়। ওইসময় মাদ্রাসায় যাওয়ার পথে পাঁচগাঁও দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে রাস্তায় আটকে মোবাইল ফোন উপহার দেয়ার চেষ্টা করে। ওই সময় মেয়েটি মোবাইল ফোন নিতে অস্বীকার করলে সজিব জোরাজুরি করে। বিষয়টি আশপাশে থাকা লোকজন দেখে ফেলে এবং সজিবকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের কাছে হস্তান্তর করে। মদন হানাদারমুক্ত দিবস আজ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ নবেম্বর ॥ রবিবার মদনমুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে নেত্রকোনার মদন উপজেলা পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। এর আগে সেখানে কাজী ফোর্সের শামছুল আলম তালুকদার ও মুক্তুল হোসেনের নেতৃত্বাধীন দুটি কোম্পানির মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকসেনাদের সম্মুখযুদ্ধ হয়। ৩০ অক্টোবর থেকে ৬ নবেম্বর সকাল পর্যন্ত টানা ১৭২ ঘণ্টাব্যাপী চলা সে যুদ্ধে ৪৩ পাকসেনা নিহত হয়। আহত হন দু’জন মুক্তিযোদ্ধা। তারা হলেনÑ এখলাছ আহমেদ কোরাইশী ও আব্দুস সোবহান। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মদন উপজেলা কমান্ড দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক এ দিনটি পালন কর। আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছেÑ সকাল ৯টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১০টায় র‌্যালি, দুপুর ১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে আলোচনা সভা এবং বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫৬১ বস্তা চাল লুট নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ নবেম্বর ॥ বিষয়খালী বাজারের একটি চালের মিলে দুটি ট্রাক ভিড়িয়ে ৫৬১ বস্তা চাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত দুর্বৃত্তরা বাজারের আরকে এন্টার প্রাইজ চাল মিলের লোকজনদের জিম্মি করে এসব চালের বস্তা ট্রাকে তুলে নিয়ে যায়। মিলের মালিক মনিরুল ইসলাম মনা জানান, রাত দেড়টার দিকে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত দুটি ট্রাক নিয়ে তার মিলের সামনে আসে। তারা মিলের তিন নিরাপত্তা কর্মীকে বেঁধে ফেলে। পরে তারা গুদামে থাকা ৫০ কেজি ওজনের ৫৬১ বস্তা চাল দুটি ট্রাকে ভর্তি করে নিয়ে চলে যায়। ভাতিজা নিহত হওয়ায় চাচার হার্ট এ্যাটাকে মৃত্যু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৫ নবেম্বর ॥ শিশু অপহরণ-নিখোঁজ আর কোমলমতি ছাত্রদের শুধু হত্যা-নির্যাতন নয়, তুচ্ছ ঘটনায় থানা ভবন ও পুলিশের ওপর হামলা, সংঘর্ষ, লুটপাট, জুয়া খেলা এবং পাচারকারী চক্রের সিরিজ ঘটনার ক্রাইম জোন হিসেবে পরিচিত বাহুবলে দুর্বৃত্তদের হামলায় আবারও এক সেনা সার্জেন্টের নিহতের খবরে নিজেকে সামলাতে পারলেন না তারই আপন চাচা। সেনা সার্জেন্ট মোজাম্মিল মিয়া নিহতের ঘটনায় একই দিন বিকেলে হার্ট এ্যার্টাকে আক্রান্ত হন চাচা বেনু মিয়া এবং তিনি রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাতেই তার লাশ দাফন করা হয়েছে। অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের একটি বাড়িতে শনিবার ভোরে তল্লাশি চালিয়ে রান্নাঘরের মাটির নিচ থেকে দুটি পিস্তুল, দুটি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি ও একই এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। জানা গেছে, বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা দুটি পিস্তুল, দুটি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাশিয়াবাড়ি গ্রামের আয়েশ উদ্দীনের ছেলে শাকিল উদ্দীন ও রসুল চক গ্রামের নাজিমুল হকের ছেলে শাহজাহান বাবুর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে বিজিবি। তারা দু’জনই পলাতক রয়েছে। একই এলাকায় অপর একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ২৫২ বোতল উদ্ধার ও ট্রাকটি আটক করে বিজিবি। লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুত অফিসে হামলা নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ নবেম্বর ॥ বিদ্যুত সরবরাহ না থাকায় রামগঞ্জ পল্লী বিদ্যুত অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় তিন কর্মচারীকে মারধর করা হয়। এ ঘটনায় রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমনসহ ১০ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। রামগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার ইসমত কামাল বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেন। শুক্রবার রাতে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পল্লী বিদ্যুত অফিসে হামলা ও ভাংচুর চালানো হয়। এ সময় পল্লী বিদ্যুতের লাইনম্যান সাইফুল ইসলাম, লাইন টেকনিশিয়ান তোজাম্মেল হক ও গার্ড আকবর হোসেন আহত হয়। প্রতিবন্ধীদের অফিসঘর ভাংচুরের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৫ নবেম্বর ॥ প্রতিবন্ধীদের অফিসঘর ভেঙ্গে তছনছ করার প্রতিবাদে শনিবার জয়পুরহাটে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এক প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নান্দু মিয়া নান্টু। বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা জয়পুরহাট জেলা শাখার নির্বাহী পরিচালক নুরে আলম, আইন উপদেষ্টা এ্যাডঃ আরাফাত হোসেন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, প্রতিবন্ধী সাজ্জাদ হোসেন, বেলাল, শিমুল এবং সমাজ সেবা কর্মকর্তা মোঃ জুম্মন। রাউজানে চোলাই মদ উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাউজানে খেজুরের রসের মতো দেশী মদ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় শুক্রবার রাতে অভিযান চালায় র‌্যাব সেভেনের একটি দল। উদ্ধার করা হয়েছে ৮৫০ লিটার চোলাই মদ। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ওই এলাকার পথেরহাট সংলগ্ন রঞ্জিত মালাকারের বাড়ির আঙ্গিনায় চলছে দেশীয় মদের রমরমা বাণিজ্য। অভিযানে রঞ্জিত মালাকার, জয়গুপ্ত ও আবির মালাকারকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অপরাধে গ্রেফতার করা হয়। সেলাই মেশিন ও জাল বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৫ নবেম্বর ॥ নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক প্রকল্পের আওতায় কচুয়ায় সেলাইমেশিন ও বেড় জাল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য দফতরের আয়োজনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে ৮০টি সেলাইমেশিন ও ১০ গ্রুপের মধ্যে দশটি বেড় জাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান, ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রকল্প পরিচালক জাহিদ হোসেন প্রমুখ।
×