ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষিকার আত্মহত্যা

প্ররোচনার অভিযোগে সহকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৮, ৬ নভেম্বর ২০১৬

প্ররোচনার অভিযোগে সহকর্মী গ্রেফতার

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় একই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য রাজাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। দীর্ঘ ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদে রাজার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে তারা। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল আমীন বলেন, আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাকে নগরীর তালাইমারী এলাকা থেকে আটক করা হয়েছিল। আকতার জাহানের ফোনকল ও ক্ষুদেবার্তার লিস্ট উদ্ধারের পর সেগুলো যাচাই বাছাই করে এবং আতিকুর রহমানের সঙ্গে কথা বলে আকতার জাহানের আত্মহত্যার পিছনে তার জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছি। শনিবার বিকেলে আকতার জাহানের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নগরীর মতিহার থানায় দায়ের করা মামলায় আতিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। চুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের স্নাতক কোর্সে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। এমসিকিউ নয়, এবারের ভর্তিতে শুধু রচনামূলক লিখিত পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৭১৭টি আসনের জন্য ৪টি অনুষদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব আসনের জন্য লড়েছে ৪ হাজার ১৯৫ শিক্ষার্থী। এছাড়াও মুক্তহস্তে অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আরও ২ ঘণ্টা। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল আলম, রেজিস্ট্রার (অতিঃ দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেছেন। জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৪টি অনুষদের ৭১৭টি আসনের মধ্যে রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টি আসন সংরক্ষিত রয়েছে। এ পরীক্ষায় মোট ৭৬৪৯ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। এরমধ্যে ৪ হাজার ১৯৫ জন জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। যা মোট পরীক্ষার্থীর শতকরা ৫৫ ভাগ। ৭৮ বছর বয়সে রিক্সায় জীবিকা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বয়সের ভারে নুয়ে পড়লেও ছেলেসন্তান না থাকায় ৭৮ বছর বয়সেও রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন নুর মোহাম্মদ। গত ৫ মাস ধরে তিনি টেকনাফের অলি-গলিতে রিক্সা চালিয়ে দৈনিক আয় করছেন দেড় থেকে দুই শ’ টাকা। তাঁর বাড়ি পটিয়ায়। থাকেন আবদুর রহমান বদি এমপির বাড়ির অদূরে টেকনাফ ইসলামাবাদে মেয়ের ঘরে। রিক্সা চালিয়ে দৈনিক ভাড়ার টাকা পরিশোধ করে ২শ’ টাকা পর্যন্ত তার হাতে থাকে বলে জানান তিনি। নুর মোহাম্মদ বলেন, তার ৫ মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়েছে। অবিবাহিত দুই কিশোরী মেয়ের জন্য শেষ বয়সে তাকে এ কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। হেরোইনসহ শিক্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ নবেম্বর ॥ আমতলীতে হেরোইনসহ স্কুলশিক্ষক আসাদ বিশ্বাস ও তার সহযোগী রুবেল গাজীকে শুক্রবার বিকেলে ফেরিঘাট থেকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার পূর্ব তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদ বিশ্বাস ও তার সহযোগী রুবেল গাজীকে ফেরিঘাট এলাকা থেকে পুলিশ ৩৮ গ্রাম হেরোইনসহ আটক করে। শনিবার পুলিশ আটককৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
×